পাতা:সন্দেশাবলি.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిం ) তাহার অল্পত হইয়াছে, উক্ত জলাতে কেবল ক্ষুদ্র ২ জাহাজ গমনাগমন করিতে পারে, ইহার নিকটে যে অার এক জলাশয় আছে তাহার জল অতিশয় স্বচ্ছ, উক্ত নগরের দেড় ক্রোশ অন্তরে এক পৰ্বতের পশ্চিম ভাগে এক পুস্তর নির্মিত দুর্গ অাছে, এব^ তাহার পাশ্ববৰ্ত্তি পৰ্বত মধ্যে এক পুসূরিণী আছে, এই পুস্তুরিণী অত্যন্ত বৃহৎ তথাচ চৈত্র মাসে তাহার জল শুধু হইয় থাকে, এবং ঐ দুর্গ মধ্যবৰ্ত্তি জলাশয় সকলের জল উত্তম নহে, ঐ দুর্গের পশ্চিম দ্বারের প্রাচীরের পশ্চিম দিগে অনেক লোকালয় আছে, এই লকপতবন্দরের উক্ত জল দিয়া আষাঢ. ও শ্রাবণ মাসে সিন্ধু দেশীয় হয়দরাবাদ নামক নগর হইতে কচ দেশের মান্দারি নামক স্থানে গমনের উত্তম পথ হয়, তথ কালীন নৌকা দ্বারা উক্ত জলাশয় দিয়া আলি বন্দর পর্যন্ত গমন৷ গমন হক্টতে পারে। ৪৩২ ৷৷ লক্ষ্মেীll অযোধ্য পুদেশে গোমতী নদীর দক্ষিণ দিগে ज्ञटङ्की নামে এক রাজধানী নগর অাছে, ইহার সম্মুথের ভূমি হইতে অপরাংশ ভূমি অষ্ট হস্ত নিম্ন তথাকার পথ সকল অপরিস্কৃত ও এতাদৃশ অপুশস্ত যে দুই খান শকট একেবারে গমনাগমন করিতে পারে না, এব০১ এই নগরের স্থানে ২ জাবনিক দেবালয় ও সমাজ ও নবাবদিগের গৃহাদি থাকাতে ইহার অত্যাশ্চর্য্য শোভ দেখা যায়, উক্ত গোমতী নদী বারাণসী ও গাজিপুর এই উভয়ের মধ্য ভাগের গঙ্গাতে পতিত হইতেছে, এই গোমতীতে তাবৎ কালে নৌকার গমনাগমন হইতে পারে ই০২ ১৭ ৭৪ বা0২ ১১৮১ শালে নবাব শুজাউদ্বৌলার মৃত্যু হইলে এ নগরের যে পুচিীন রাজধানী ফৈজাবাদ নগর তথা হইতে নবাব আসিফ উদ্বৌল। এই লক্ষ্মেী নগরে রাজধানী করিলেন, তাহাতে তথা