পাতা:সন্দেশাবলি.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७०९ ) কার ধনী ও সমুদয় বণিক লোকেরা উক্ত নগরে আগমন পূৰ্বক বাস করিল, তৎকালে হিন্দুস্থানের মধ্যে এই নগর অবিলম্বে বৃহৎ ও ধনাঢ্যহইয়াছিল,ই~১৮০০ বা৯১২০৭ শালে লল্পেী নগরে ৩০ ০০০ হাজার গৃহস্থ গণিত হয়, পরে নবাবদিগের ঐশ্বর্যের হ্রাস হওয়াতে উক্ত স০থ্যক গৃহস্থের ও অল্পত হই য়াছে, এই স্থানে যে সকল কীৰ্ত্তি আছে তন্মধ্যে জেনেরেল মার টিন সাহের যে এক বৃহতীপুরী নির্মাণ করেন তাহাতে বার লক্ষ টাকা ব্যয় হইয়াছিল, লক্ষ্মেী নগরের চতুদিগে বালুকময় মরু ভূমি আছে, আবুল ফজলের লিথনানুসারে ব্যক্ত হইতেছে যে আকবর বাদশাহের রাজ্য কালে এই নগর অতিশয় গণ্য হইয়। ছিল, এ নগর দিল্লি হইতে ২৮০ ক্রোশ, আগরা হইতে ২০২ ক্রোশ এব০২ বারাণসী হইতে ১৮১ ক্রোশ অন্তর। ৪৩৩৷৷ बशी দ্বীপ tী মালাবার দেশাতীত স্থানে যে নানা ক্ষুদ্র উপদ্বীপ এক ২ থাড়ি দ্বার পরল্পর পৃথক হইয়াছে সে তাবৎ লক্ষ্মীদ্বীপ নামে ব্যক্ত আছে, তন্মধ্যে সকল হইতে বৃহৎ যে উপ দ্বীপ তাহার ও পরিসর ছয় ক্রোশের অধিক নহে, এই লক্ষ্মী দ্বীপের অধিকা^শ স্থান কানানোর নামক স্থানের রাণীর কর তলে আছে, তথা কোন শস্য জন্মে না কেবল নারিকেল গুবাক ও কদলী ফল এব০২ তাহার চতুঃপাশ্বের্ণ প্রবাল জন্মে, এই উপদ্বীপে কেবল জবনের বাস করে, তাহার এতাদৃশ দুঃখী যে শস্যাভাবে কেবল মৎস্য ও নারিকেল ভক্ষণ করিয়া কালযাপন করে, এই স্থান হইতে নারিকেলছোবড়া স্থানান্তরে প্রেরিত হয়, এব৯ মালাবার দেশের সমুদ্র তীরে আনীত হইয়া বৃহৎ ২ রন্তু প্রস্তুত হয়। ৪৩৪ ৷৷