পাতা:সন্দেশাবলি.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩০৬ ) বিভক্ত হইয়াছে, তাহার এক খণ্ড প্রায় পৰ্বতময় ও অার এক খণ্ডের নিম্ন ভূমি, এই খণ্ড দিয়া প্রসিদ্ধ পঞ্চ নদী বহমান হও য়াতে সে স্থান পঞ্জাব নামে ব্যক্ত আছে, এই নিমু খণ্ডের নাম পঞ্জাব কিন্তু এই পঞ্জাব শব্দ প্রয়োগ করিলে সচরাচর সমুদয় লাহোর দেশকে বোধ হয়, এই উত্তর খণ্ডে ইউরোপের অভ্যন্ত রস্থ স্থানাপেক্ষ অল্প শীত হইয় থাকে, এই দেশের অতিশয় উবুরা ভূমি তাহাতে গোধূম যব ধান্য কলয় ইক্ষু তামুকুট ও নানাবিধ খাদ্য ফল যথেষ্ট জন্মে, এব০২ তথা গো মহিষ ইত্যাদি অনেক পশু ও আছে, এ দেশের পূর্ব দিগে যে পৰ্বতের উপরে লোকালয় আছে তথা গোপূম ধান্য যব পুস্তৃতি নানাবিধ শস্য জন্মে, এই পৰ্ব্বতোপরি অতি বেগে বৃষ্টি হইয় থাকে, এব০২ তথা শ্রাবণ মাসাবধি কাৰ্ত্তিক মাস পর্যন্ত বর্ষা হয়, ঐ পৰ্বতের উপত্যক ভূমি অতিশয় কঠিন ও উৰ্ব্বরা, এ দেশের যে পৰ্বত জামু ও কাশীরের মধ্যস্থানে আছে তথা খাদ্য ফল ষথেষ্ট জন্মে, এবণ২ যে সকল দেবদারু বৃক্ষ আছে তাহাতে কেবল জ্বালানি কাষ্ঠ হইয় থাকে যেহেতুক তথাকার লোকের যে কি প্রকারে উক্ত বৃক্ষের নির্যাস দ্বার টারপিন তৈল ও তার পুস্তুত করিতে হয় তাহ অবগত নহে, লাহে রের উত্তর খণ্ড যদ্যপি সুিন্ধ স্থান তত্ৰাপি তথাকার জল ও বায়, পারস্য দেশাপেক্ষ উষ্ণ প্রযুক্ত তদেশীয় ফলকদাদি এই লাহোর দেশে জন্মে না বস্তুতঃ এতাদৃশ উষ্ণ ও নহে যে হিন্দুস্থানের ফলাদি জন্মিতে পারে না অর্থাৎ হিন্দুস্থানে ফলকন্দাদি যাদৃশ জন্মিয় থাকে এই স্থানে ও তদ্রুপ জন্মে, উক্ত পৰ্বতে নানা ধাতুর আকর আছে এবং স্থানে ২ লবণ ও জন্মে, লাহোর দেশ হইতে সিন্ধু নদীর পশ্চিম দিগস্থ দেশে