পাতা:সন্দেশাবলি.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩০ ৭ ) তণ্ডুল গোধূম চিনি নীল ও সূত্রবস্ত্র প্রেরিত হয় এব^ তথা হইতে ঘোটক তলোয়ার সীসা খাদ্যফল ও মসলা প্রভৃতি দ্রব্য এই লাহোরে আনীত হয়, তদ্ভিন্ন উক্ত দেশ হইতে কাশমীর ও পারস্য দেশে নানাবিধ দুব্য পুেরিত হইয় থাকে, এব^ কাশমীর হইতে শালবস্ত্র কুঙ্কুম ও নানাবিধ ফল লাহোর দেশে আনীত হয়, এই লাহোর দেশের শিক জাতীয়ের স্ব ২ অধিকারের পুজ দিগের নিকট হইতে উৎপন্ন শস্যাদির অৰ্দ্ধভাগ রাজস্ব স্বরূপ গ্রহণ করিয়া থাকে, উক্ত দেশে পুজা পরম্নরের বিবাদ হইলে সেই ২ গ্রামের অধ্যক্ষ কিম্বা কোন এক পুধান ব্যক্তি অথবা পঞ্চ জন একত্র হইয়া সেই বিবাদ ভঞ্জন করে বস্তুতঃ সে স্থানে নিয় মিত বিচারালয় নাই, এব^ মনুষ্য হিংসা করিলে সেই গ্রাম ধ্যক্ষ দ্বার হননকারি ব্যক্তি দণ্ডী হয় কিন্তু সৰ্বদ বিনষ্ট মনুষের আত্মীয় বর্গের তাহার পুতিফল পুদান করে সুতরাং সে দেশে সুবিচার নাই, লাহোর দেশে যে সকল হিন্দুজাতি আছে তাহার প্রায় সকলেই শিক সিংহ জাট ও রাজপুত উপাধিবিশিষ্ট; ভভিন্ন উপাধি শূন্য হিন্দুজাতি ও আছে, ঐ শিকের লম্ববান দাড়ি ও কেশ রাখে এই নিমিত্তে হিন্দুজাতির সহিত তাহার দিগের অবয়বের কিঞ্চিৎ বিশেষ বোধ হয়, তাহারা হিন্দুস্থানীয় লোকের ন্যায় সাহসী ও মহারাষ্ট্রীয়দিগের ন্যায় যোদ্ধা কিন্তু শীলতাগুণ শূন্য ও সৰ্বদা উচ্চৈঃস্বরে কথোপকথন করে, এই শিক জাতির তামুকুট ব্যবহার করে না কিন্তু অপৰ্যাপ্ত মদ্য পান করে তদ্ভিন্ন আফিম ও সিদ্ধি ব্যবহার করিয়া থাকে, এই দেশে যে জবন আছে তাহার উক্ত শিকদিগের পল্লী মধ্যে স্থানে ২ বাস করে, ইহারা সকলেই অত্যন্ত নির্ধন তন্নিমিত্তে কৃষাণের কর্ম ও দুব্যাদির বহন ক্রিয় পুভূতি নানা পরিশ্রমের