পাতা:সন্দেশাবলি.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిం ) ) দাস নামে এক ক্ষত্রিয় তাহার উত্তরাধিকারী হইয়া ইণ২ ১৫৭৪ বাণ ১৮১ শালে পুণি ত্যাগ করিল পরে ইহার পুত্র রামদাস তৎপদে অভিষিক্ত হইয়াছিল, এই ব্যক্তি লাহোর দেশীয় চাক নামক নগরে এক পুষুরিণীর পস্কোদ্ধারাদি করিয়া তাহার নাম অমৃত সরঃ রাথিয়াছিল, ই^ ১৫৮১ বা ১৮৮ শালে ইহার মৃত্যু হওয়াতে অর্জন মল নামক এক ব্যক্তি যিনি তৎকালীন শিকদিগের বিবরণ স^ক্রান্ত আদি গ্রন্থ স^গ্রহ করাতে খ্যাত হইয়াছিলেন, তিনি সেই গ্রন্থ প্রকাশ করিয়া ই ১৬০৬ বাণ২ ১০ ১৩ শালে পরলোক গমন করিলেন, অনন্তর তাহার পুত্ৰ হরগোবিন্দ রাজা হন এই ব্যক্তি অতিশয় যোদ্ধা ও ধৰ্ম্মাধ্যক্ষ হইয়াছিলেন, ব্যক্ত আছে যে এই রাজা শিকদিগকে গোমা01স ভিন্ন তাবন্মাণ1স ভক্ষণ করিতে বিধি দেন, ই০২ ১৬৪৪ বাপ১০৫১ শালে ইহার মৃত্যু হইলে হার নামক তাহার পৌত্র রাজা হইয়া উত্তম রূপে রাজ্য করত ই০১ ১৬৬১ বা0২ ১০৬৮ শালে কাল প্রাপ্ত হন তৎপরে তাহার পুত্র হরেকৃষ্ণ রাজা হইয়াছিলেন, ই০২ ১৬৬৪ বাণ ১০ ৭ ১ শালে দিল্লিতে তাহার প্ৰাণ ৰিয়োগ হইল, পরে তেগ বাহাদুর তৎপদে অভিষিক্ত হইলেন, এই রাজ৷ ই ১৬৭৫ বাণ ১০৮ং শালালধি কিছু কাল পয়ান্ত পাটনা নগরে অজ্ঞাত বাস করত মোগল জাতি কর্তৃক হত হইলেন, তাহাতে ইহার পুত্র গুরু গোবিন্দ রাজ্যাধি পতি হইয়াছিলেন, এই ব্যক্তি রাজ্য শাসনের নূতন রীতি প্রকাশ করেন এবণ২ শিকদিগকে যুদ্ধ বিদ্য। শিক্ষা করাইয়া শিথ উপাধির পরিবর্তে সি^হ উপাধি দিয়াছিলেন, ও তাহার দিগের দাড়ি কেশ চ্ছেদন করিতে নিষেধ করেন, পরে আওরঙ্গজেব বাদশাহের রাজ্যকালে যবনদিগের সহিত যুদ্ধে পুৰন্ত হইয়।