পাতা:সন্দেশাবলি.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩১ ০ ) তাহারদিগকর্তৃক এই লাহোর হইতে বহিস্কৃত হইলেন, কিন্তু ই^ ১৭০৭ বা ১১১৪ শালে আওরঙ্গজেব বাদশাহের মৃত্যু হওয়াতে বান্দানামক এক বৈরাগ্যের অধীন শিক লোকেরা পুর্বল হইয়। এই দেশ নষ্ট করিতে লাগিল, তাহাতে উক্ত বাদ শাহের সৈন্যাধ্যক্ষের ই০২ ১৭ ১১ বাণ২ ১১ ১৮ শালে ঐ বান্দাকে নষ্ট করিল, অদ্যাবধি মূলতান ও টীটী ও সিন্ধু নদীর তীরস্থ নানা স্থানে ঐ বৈরাগির মতাবলম্বি বান্দাই নামক অনেক শিক আছে, ঐ বান্দার মৃত্যুকালাবধি নাদের শাহের হিন্দুস্থান আক্রমণ সময় পর্যন্ত শিকদিগের বৃত্তান্ত নিশ্চয় রূপে ব্যক্ত নাই, কিন্তু জনশ্রুতি আছে যে তাহার এই নাদের শাহের ধনাদি লুট করিয়াছিল, তৎপরে এই লাহোর দেশের রাজ্য ভঙ্গ হইয়। পুনৰ্ব্বার শিকদিগের উন্নতি হইয়াছিল, ই২১৭৪৬ বা ১১৫৩ শালে আবদালি আফগান বাদশাহের অধিকার হয়, পশ্চাখ শিকেরা দোয়ারের অধিকাণ২শ স্থান অধিকার করিল, ই০৯ ১৭ ৬৩ ও ১৭৭ং শাল এই দুই সময়ে আহামদশাহ আবদালী আফগান জাতি কর্তৃক শিকদিগের প্রায় তাবতেই হত হইয়। ছিল, তথাপি দৃঢ় পরাক্রম পুকাশ করিয়া স~গ্রাম করত সকল বিপদ হইতে উত্তীর্ণ হইয় ক্রমেং লাহোর দেশ অধিকার করিল, তৎকালীন ইহারদিগের অত্যন্ত পুদূির্ভাব শ্রবণ করিয়া ই০২ ১৮০৩ বাণ২ ১২ ১০ শালে দৌলতরাও সিন্ধিয়ার অধীন জেনেরেল পিরণ এক দল সৈন্য লইয়া পঞ্চাব পৰ্য্যন্ত জয় করিতে বাঞ্ছা করত সিন্ধুনদীর তীর পর্যন্ত অধিকার করিল, ই ১৮০৫ বা^ ১২১২ শালে হুলকর পলায়ন করত পঞ্জাবে উপস্থিত হওয়াতে লার্ড লেক তাহার শাসনার্থে পশ্চাদ্ধাবমান হইলেন তাহাতে শিকদিগের কোন ২ লোক উক্ত বিপন্ন ব্যক্তিকে অভয়