পাতা:সন্দেশাবলি.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ל לס\ ) পুদানে কর্তব্যাকৰ্ত্তব্য বিবেচনা করণার্থে এক সভা করিয়াছিল, কিন্তু সেই সভাতে তাহারদিগের অনেকানেক বিজ্ঞ মনুষ্যের অধিষ্ঠান না হওয়াতে সেই উদ্রোগ বিফল হইল, এই লাহোর দেশের নগর অতিশয় বৃহৎ ও তথা এক উত্তম হউ আছে, কিন্তু সেই স্থানে সর্বুদ যুদ্ধ হয় এই জন্যে কোন ধনবান লোক বাস করে না, উক্ত দেশের রাজগৃহ প্রথমতঃ আকবর বাদশাহ নিৰ্ম্মাণ করেন পশ্চাৎ তাহার উত্তরাধিকারী তাহার শোভা বৃদ্ধি করিয়াছিলেন, তখপরে রণজিত সিংহ রাজা হইয়া এই রাজপুরীতে অনেক দিবস বাস করিয়াছিলেন, এই রাজা যখন বসন্ত রোগগ্রস্ত হয়েন তৎকালাবধি এক চক্ষুহীন হইয়াছিলেন, লাহোর দেশের দুই ক্রোশ উত্তরে ইরাবতী নদী পারে জাহাঙ্গির বাদশাহের এক সমাজ ও ইহার দক্ষিণ দিগে নুরজাহান বেগ মের এক সমাজ গৃহ আছে, উক্ত লাহোর দেশ এইক্ষণে উন্নত ও বহু গুণ বিশিষ্ট হইয়া শিকদিগের অধীনে আছে। ৪৩৮৷৷ লেয়স ll ট৭২ফুটন দেশের দক্ষিণ পশ্চিম দিগে লেয়স নামে এক দেশ আছে, ইহায় উত্তরদিগে লাকথ, দক্ষিণ দিগে কান্থ ড়িয়া, পূৰ্ব্ব দিগে কোচীনচাইনা, পশ্চিম দিগে শ্যাম রাজ্য, ঐ দেশের কোন দুই পৰ্ব্বতের মধ্যবর্তি স্থানবিধি কাম্বড়িয়া নামে এক বৃহজ্জলাশয় হইয়। উক্ত দেশের পশ্চিম দিগের অন্য এক পৰ্ব্বত পর্যন্ত বিস্তৃত হইয়াছে, লেয়স দেশের কোন বৃত্তান্তের যাথার্থ প্রকাশ নাই, কেবল ই০১লণ্ডীয়দিগের কোনং গ্রীষ্টীয় ধৰ্ম্ম প্রকাশক ব্যক্তিরা ট^কুইন ও চীন দেশস্থ ব্যবসায়িগণের প্রমু থাথ কতিপয় বৃত্তান্ত অবগত হইয়াছেন, তাহার বিশেষ এই যে লেয়স দেশে বসতির শৃঙ্খলতা নাই ও অল্প স্থানে কৃষিকৰ্ম্ম হয়, এই দেশের অন্তঃপাতি হালিয়া নামক গ্রামে অনুমান পঞ্চসহসু