( ○3R、) বসতির অধিক নাই, এই লেয়স দেশের বন মধ্যে বৃহৎ ং বৃক্ষ আছে কিন্তু তাহার নিকটে কোন নদী নাই তন্নিমিত্তে তথাকার কাষ্ঠ সকল বনমধ্যেই থাকিয় নষ্ট হয়, ঐ বনে যে আর এক প্রকার বৃক্ষ আছে তাহার নির্যাস দ্বারা বার্ণিল প্রস্তুত হয়, এই দুব্য এতদেশীয় লোককর্তৃক চীন দেশে প্রেরিত হয়, তভিন্ন কাচীন চাইন ও ট^কুইন দেশে হস্তিদন্ত মোম ব০২শ ও কাপাস প্রেরিত হইয়া তৎপরিবর্তে লবণ ও লবণাক্ত মৎস্য তৈল রেশম বস্ত্র বন্দুক বারুদ আনীত হয়, লেয়স দেশের কোন ২ স্থানে যে এক প্রকার অসভ্য লোকের বসতি আছে, তাহার কৃষি কৰ্ম্ম করে না এব০১ ফল মূলাদি ভক্ষণ করিয়া কালযাপন করে, ইহারদিগের কোন শাস্ত্র কিন্তু ধৰ্ম্ম পুকাশক অথবা কোন দেব। লয় নাই, কিন্তু সেই অসভ্যদিগের মধ্যে যাহারা কিঞ্চিৎ বিশিষ্ট লোক তাহারা কেবল এক ঈশ্বরকে মান্য করে এব০২ নহ০২শব্দদ্বারা ঈশ্বরকে বোধ্য করায়, উক্ত অসভ্য লোকে রা র ও ল অ অক্ষর উচ্চারণ করিতে পারে না, উক্ত দেশে মন্ত বিদ্য শিক্ষা করিয়া পীড়া বিশেষের চিকিৎসা করে, তন্নিমিত্ত্বে সকলেই উক্ত বিদ্যাকে বিশ্বাস করিয়! থাকে, এই দেশের ভাষা ইউরোপীয় কোন লোক শিক্ষা করিতে পারেন নাই, এব- কেহ সেই দেশাভ্যন্তরে পুৰেশ করেন নাই। ৪৩৯ ৷৷ লোন্তারপিউলে৷ ll ভারতবর্ষের সমুদ্র মধ্যে লোন্তার পিউলে নামে এক উপদ্বীপ আছে, এই স্থান এক অপ্রশস্ত র্যাড়ি দ্বারা মালাক উপদ্বীপের সহিত পৃথক হইয়াছে, এই লোন্তার পিউলো ও ইহার পাশ্ববর্তি কোন ২ উপদ্বীপের লোক ইফথিও ফাগি নামে খ্যাত অাছে, কিন্তু মালাই জাতীয় লোকেরা ইহার দিগকে ওরাঙ্গ নাট অর্থাৎ সমুদ্রের মনুষ্য কহে যেহেতু ইহার
পাতা:সন্দেশাবলি.djvu/৩২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।