পাতা:সন্দেশাবলি.djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩১৩ ) সৰ্ব্বদা সমুদ্র তীরে থাকিয় বিষয়কৰ্ম্ম করত প্রতিপালিত হয়, এই জাতীয় লোকেরা নিৰ্ব্বিরোধী ও এক রীতি ক্রমে চলে কিন্তু ইহার কৃষি কর্মের রীতি অবগত নহে অতএব মালাই জাতীয় দিগকে মৎস্য প্রদান করিয় তাহারদিগের নিকট হইতে তণ্ডুল প্রাপ্ত হয়, ইহারদিগের আচর্য ধর্ম নিশ্চয় জানা যায় নাই, উক্ত লোকদিগের আহারাদির দোষে সৰ্ব্ব গাত্রে কচ্ছ অর্থাৎ থলুরোগ হয়, তৎপুযুক্ত মালাই জাতীয় মনুষ্যাপেক্ষ ইহার দিগের সৌন্দর্যের কিঞ্চিৎ বিশেষ আছে । ৪৪০ ৷৷ শতদ্র, হিমালয় পৰ্ব্বত শ্রেণীতে শতদ্র, নাম্নী এক নদীর উৎপত্তি হইয়াছে, এই নদী তথাহইতে দক্ষিণ দিগে গমন পূৰ্দ্ধক লাহোর দেশের পূর্ব দিগ ও বিলাসপুর দিয়া হিন্দু স্থানে প্রবেশ করিয়াছে, উক্ত নদী তথাকার প্রথম প্রবেশ স্থানে স্তযুকালে ও ২০০ শত হস্ত বিস্কৃত থাকে, এই নদীর মধ্যভাগে অর্থাৎ দীর্ঘতার অৰ্দ্ধ পরিমিত স্থানে বেয়া নদী আসিয়া পতিত হইতেছে, ঐ শতদ্র, নদী মুলতানের প্রায় ৮০ ক্রোশ দক্ষিণদিগে সিন্ধু নদেতে যুক্ত হইয়াছে, উক্ত নদীর তাবৎ বক্রতা শুদ্ধ দীর্ঘ পরিমাণ ৬০০ ক্রোশ । ৪৪ ১ । শালসতি ৷ ভারতবর্ষীয় সমুদ্রের পশ্চিম তীরে আও রঙ্গাবাদ প্রদেশে শালসতি নামে এক উপদ্বীপ আছে, এই নাম ই^লণ্ডীয় লোকের ব্যক্ত করেন কিন্তু উক্ত উপদ্বীপস্থ লোকের ইহাকে বালিট ও শাস্ত্ৰ কহে, পূৰ্ব্বকালে এই উপদ্বীপ টানা নামক এক দুর্গের সম্মুখবৰ্ত্তি ৪০০ হস্ত প্রশস্ত কোন এক থাড়ি দ্বার রোম্বাই দেশ হইতে পৃথক ছিল, কিন্তু ই ১৫০৮ বা ১১৫ শালে ডস্ক্যান সাহেব উক্ত থাড়ির উপর দিয়া এই উপদ্বীপ অবধি 16 У