পাতা:সন্দেশাবলি.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩১৪ ) বোম্বাই পর্যন্ত এক বৃহৎ পথ নিৰ্মাণ করিয়াছেন, এই উপ দ্বীপের দীর্ঘতা ১৮ ক্রোশ ও প্রশস্ত্য সৰ্ব্ব শুদ্ধ ১৪ ক্রোশ, পূৰ্ব কালাৰধি এই উপদ্বীপে যে এক পুস্তুরিণী ও লোকালয়ের যে সকল চিহ্নআছেতদ্বারাবোধ হয় যে পূৰ্বাপেক্ষা ইদানী ইহার হ্রাসাবস্থা হইয়াছে, এ উপদ্বীপের কেনিরি নামক স্থানে বিস্তুর অদ্ভূত সুড়ঙ্গ আছে, তন্মধ্যে সৰ্ব্বাপেক্ষ বৃহৎ যে গত্বর তাহাতে বৌদ্ধাবতারের দুই বৃহৎ পুতিমূৰ্ত্তি আছে, তাহার পুত্যেক মূৰ্ত্তির উৰ্দ্ধতা প্রায় সাড়ে তের হস্ত হইবেক, এই উপদ্বীপের সমুদ্র তীরে কৃত্রিম থাতে জোয়ার জল উত্থিত হয় পশ্চাৎ ভাট। সময়ে সেই জল নিঃসৃত হইলে সূর্যোন্তাপে থাত সকলের আদ্র। মৃত্তিক গুস্থ হওয়াতে অতি উত্তম লবণ পুস্কৃত হয়, এই উপদ্বীপ ৰহুকাল পর্যন্ত পোতুর্গাসদিগের অধীনে ছিল, পরে ই^ ১৭ ৫০ বাপ ১১৫৭ শালে মহারাষ্ট্ৰীয়েরা তাহারদিগের নিকট হইতে অধিকার করিল, কিন্তু ই^ ১৭৭৩ বাণ ১১৮০ শালে এই উভয় জাতীয় লোকদিগের পরল্পর যুদ্ধ কালীন ই°১লওঁীয় দিগের অশ্বারুঢ় সৈন্যেরা গমন পূৰ্ব্বক উক্ত উপদ্বীপের কতিপয় দেশ অধিকার করিল, পরে ই০৯ ১৭৭৬ বাথ ১১৮৩ শালে পূৰ্ববন্দর নামক স্থানে ই^লণ্ডীয়দিগের সহিত ঐ মহারাষ্ট্রীয় দিগের সন্ধি হওয়াতে তাহার এই উপদ্বীপের তাবৎ স্থান ইহার দিগকে অপর্ণ করিয়াছে, জাহাড়ে বোম্বাই ও শালসতি উপ দ্বীপের মহনার তাবৎ ক্ষুদ্র উপদ্বীপ ও ই^লণ্ডীয়দ্বিগের অধিকার হইয়াছে। ৪৪২ | শাহনুর ll বিজয়পুর প্রদেশে দারওয়ার নামক স্থানের ৫০ ক্রোশ দক্ষিণ পূৰ্বদিগে শাহনুর নামে এক রাজ্য ও এক নগর আছে, এই নগর বৃহৎ নহে এব^ উত্তম নির্মিত ও নহে, এই