( ò 3 g ) স্থানের যে রাজগৃহ তাহার পতিতাবস্থা হইয়াছে, উক্ত নগর এক থাত ও প্রাচীর দ্বারা বেষ্টিত ঐ পুাচীরের দক্ষিণ দিগে এক জলা আছুে আর তুম্বন্দ্র নদী অবধি এই নগর পর্যন্ত যে উবুর ভূমি তাহার স্থানে ২ কৃষি কৰ্ম্ম হয়, ই^ ১৩১৭ বা ৮০৪ শালে ভামিনী বাদশাহ কর্তৃক এই নগর হিন্দু রাজা হইতে অধিকৃত হয়, পশ্চাৎ তথা পাঠান জাতীয়দিগের রাজধানী । হইয়াছিল, ইহারদিগের উত্তরাধিকারির নবাব উপাধি প্রাপ্ত হইয়াছিল, তদ্ব^শীয় সপ্তম নবাব আবদুল হাকিম খাঁ রাজ্য করত টীপু শাহকে রাজকর প্রদান করিতেন ই-২ ১৭১২ বা ১ ১১১১ শালে মহারাষ্ট্ররদিগের আশ্রয় পাইয়। পূৰ্ব্বে টীপু শাহকে ষে কর প্রদান করিতেন তাহ বন্ধ করিলেন, তাহাতে উক্ত ব্যক্তির সৈন্যেরা আগমন পূৰ্বক এ রাজ্যের বাক পুর নামক দুর্গ ভঙ্গ করিল, এবং তথা রাজগৃহ প্রভৃতি যে সকল উত্তমং গৃহ ছিল সে সমূদয়েতে অগ্নি পুদান করিয়া দাহ করিল পরে তাবৎ ছিন্ন ভিন্ন করত কিছুকাল পর্যন্ত এ স্থান আপন অধীনে রাথিয়াছিল, পশ্চাৎ মহারাষ্ট্রয়ের টীপু শাহের নিকট হইতে অধিকার করত উক্ত নবাবকে পুনঃপ্রাপ্ত করাইল ইদনীs এ রাজ্য পেশওয়ার অধীন হইয়াছে, উক্ত নবাবের পরিবারের পেশওয়া নিকট এ স্থানের উপস্বত্ব হইতে বেতন প্রাপ্ত হইতেন - কিন্তু সে বেতন প্রাপ্তির এতাদৃশ বিশৃঙ্খলতা ছিল যে ই ১৮০৪ ৰাণ ১২ ১১ শালে তাহার। ছিন্নবস্ত্র পরিধানে পুয়ি উলঙ্গ ন্যায় হইয় ক্ষেত্রের শস্যাদি উৎপাটন পূবৃক ভক্ষণ করত কালক্ষেপ করিয়াছিল, ইহারদিগের এই দুরাবস্থা নিবারণার্থে ষ্ট্ৰেচি সাহেব পূর্ণ নামক স্থানের রাজ সংক্রান্ত বিচার স্থলে আবেদন করিয়া রাজ্যের দক্ষিণ দিগস্থ নিযুর ভূমি ভোগিদিগের
পাতা:সন্দেশাবলি.djvu/৩২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।