পাতা:সন্দেশাবলি.djvu/৩২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ○> も } নিকট হইতে কিঞ্চিৎ ২ মাথট করত তাহার দিগকে প্রদান করিয়াছিলেন । ৪৪৩ ৷৷ শাহরণপুর ॥ দিল্লি প্রদেশে যথা যমুনা ও গঙ্গা এই উভয় নদী পরল্পর ৫৫ ক্রোশ অন্তর বৰ্ত্তিনী হইয়া সমরেখাতে গমন করিয়াছে, তাহার মধ্যস্থলে শাহরণপুর নামে এক দেশ আছে ইহার উত্তর দিগে শিবালিক পৰ্বত ও নেপালীয় গুড় থালি রাজার রাজত্বাধীন শ্রীনগর দেশ, ঐ শাহরণপুর দেশের উৰ্ব্বর ভূমিতে চিনি নীল কাপাস তামুকুট ও শস্য জন্মে, তথা কার সম্মুখ স্থান অবধি উক্ত পৰ্বত পর্যন্ত ক্রমশঃ নিমু ভূমি, এই দেশে সূর্যোত্তাপের আধিক্য পুফুক্ত বৎসরের অধিকাংশ কাল ব্যাপিয়া তথাকার লোকের গ্রীষ্ণুেতে কুিষ্ট হয়, এব^ তথা শীতকালে ও অতিশয় শীত হইয়া থাকে, ইহার পুধান নগ রের নাম শাহরণপুর তথা নজিৰউদ্বৌলার অধিকার ছিল, এই ব্যক্তি কাবুলের আহম্মদ আবদুল্ল কর্তৃক আফগান জাতীয় শাহ আলমের পুধান অমাত্যের পদে নিয়োগ হইয়। এই শাহরণপুর দেশ ও সরহিন্দ ও দিল্লির পাশ্ব বৰ্ত্তি কএক দেশ স্বাধীনে রাথিয় ছিল, পরে ইহার পুত্ৰ জাবেত র্য। উত্তরাধিকারী হইয়৷ ইণ২ ১৭৮৫ বাণ ১১১২ শালে পরলোক গমন করাতে গোলাম কাদের ঐ নামক এক নীচ জাতীয় ব্যক্তি তৎপদ পুপ্তি হইল, এই গোলাম ই• ১৭৮৮ বাণ ১১১৫ শালে শাহ আলম বাদ শাহের চক্ষুরুৎপাটন করত নানা কুেশ পুদান করিয়া পশ্চাৎ নষ্ট করিয়াছিল, এব৯ তাহার পরিবারস্থ অনেক মনুষ্যের মস্তকচ্ছেদন করিল, কিয়ংকুলি পরে মাধজ সিদ্ধিয় ঐ দুর আর অধিকাংশ রাজ্য অধিকার করিয় তাহাকে বহু কুেশ দিয়া নষ্ট করিয়াছিলেন, আওরঙ্গজেব বাদশাহের ব-২শীয়দিগের