পাতা:সন্দেশাবলি.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩১৭ ) এই শাহরণপুর নগরে অতিশয় দৌরাত্ম্য ছিল, তৎকালে এতদে শীয় লোকের ক্ষণমাত্র ও যুদ্ধ ভয় হইতে বিমুক্ত ছিল না, ই২ ১৮০৩ বাপ ১২১০ শালে গঙ্গা ও যমুনার মধ্যবৰ্ত্তি মহা রাষ্ট্ৰীয়াধীন নানা স্থান তভিন্ন এই শাহরণপুর দেশ ই^লণ্ডীয় দিগের অধিকার হইলে পর বৎসরে উত্তর ও দক্ষিণ এণ্ডে বিভক্ত হইয়াছিল, কিন্তু তাহার পরে ঐ দক্ষিণ খণ্ডের অধিকাণ২শ মিরট নগর ভূক্ত হইয়াছে। ৪৪৪ ৷ শাহাবাদ ৷ বাহার দেশে শাহাবাদ নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে গঙ্গা, দক্ষিণ দিগে রহতাস ও বাহার, পূৰ্বদিগে বাহার, পশ্চিম দিগে চুনার ও রহুতাস, ই২১৭৮৪ বা ১১১১ শালে ঐ দেশের চতুরস্ট্রীয় ভূমি ১৮৬৯ ক্রোশ পরিমিত হইয়াছিল, তৎপরে তাহার নিকটবর্তি অন্যান্য দেশ সকল তাহাতে যুক্ত হইয়া পূৰ্বকৃত পরিমাণের বাহুল্য হই য়াছে, শাহাবাদ দেশে অনেক বসতি ও ইহার ভূমি অতিশয় উৰ্ব্বর বিশেষতঃ উত্তর দিগস্থ শোণ ও গঙ্গার নিকটস্থ ভূমি সৰ্বাপেক্ষ উত্তম, ই-২ ১৮০১ বা ১২০৮ শালে মারকুইস ওএলিসলি কর্তৃক এই স্থানের কালেকটরের জিজ্ঞাসিত হইয়া যে উত্তর লিথিয়াছিলেন তদূর জানা গিয়াছে যে এ স্থানে ২০ লক্ষ লোক অাছে, তন্মধ্যে বি°২শতি অণ৯শ হিন্দু ও একাণ২শ জবন জাতি, এ দেশের পুধান নগর বক্লার ভোজপুর ও আরা এবণ তথা শোণ গঙ্গা ও কৰ্ম্মনাশা পুভূতি পুধান ২ নদ নদী অাছে, ৪ ৪ ৫ ৷৷ শিবগঙ্গা ৷ দক্ষিণ কর্ণাটে ও মাদুর হইতে ২৩ ক্রোশ উত্তর পূর্ব দিগে মহারাষ্ট্রীয়দিগের অধীনে শিবগঙ্গা নামে এক দেশ আছে ইহার পুাচীন নাম ক্ষুদ্র মারওয়ার, এদেশে ক্রমাগত