পাতা:সন্দেশাবলি.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( مso >b ) ৫০ বৎসর পর্যন্ত এক স্ত্রী লোকেৰু রাজ্য হইয়াছিল, পরে কোন নীচ জাতীয় মরুদ নামে খ্যাত এক ব্যক্তি আপনার ভুতো সমভি ৰাহাৱে এ দেশ আক্রমণ করিল, তৎকালীন ইহারদিগের দেওয়ান উপাধি ছিল, পশ্চাৎ ঐ স্ত্রীর মৃত্যু হইলে ইহার সেই সি^হাসনোপবেশন পূৰ্ব্বক আপনারদিগের পাওঁীয় উপাধি প্রচার করিল, তৎপরে ই^লণ্ডীয়দিগের সৈন্য গণের সহায়তা দ্বার আড়কটের নবাব ঐ দুই ভুাতাকে সিংহাসন হইতে নিরীকরণ করিয়া পুনৰ্ব্বার তাহারদিগকে সি-২হাসনাভিষিক্ত করিল, কিন্তু তাহার ক্রমাগত রাজকর না দেওয়াতে উক্ত সৈন্যের ঐ দেশ আক্রমণ করিল, তাহাতে ঐ দুই ভুতি স্বস্ব রক্ষা হেতুক কানরকাইল নামক দুৰ্গে গিয়া পঞ্চ মাস বাস করিয়াছিল, কিন্তু ইহারা কিয়দিবস পরে পুনৰ্ব্বার ইexলণ্ডীয়দিগের হস্তে পতিত হইয়া বিনষ্ট হইল, শিবগঙ্গ। দেশের ঐ মৃত স্ত্রীর পরিবারস্থ কোন কন্যা সন্তান না থাকাতে ইণsলণ্ডীয়ের তাহার কোন আত্মীয় লোককে এ স্থান অপর্ণ করিয়াছেন । ৪৪৬ ৷৷ শিবালিকা দিল্লি রাজ্য শিৰালিকা নামে এক পৰ্ব্বত আছে তদূর উত্তর হিন্দুস্থানের ত্রনগর হইতে উক্ত রাজ্য পৃথক হইয়াছে, এই পৰ্ব্বত হিমালয় পৰ্ব্বতাপেক্ষ ক্ষুদ্র এমত জ্ঞান হয় কিন্তু অন্যান্য পৰ্বত হইতে উচ্চ, তন্মধ্যে লালডা^ নামক স্থানের কএক ক্রোশ অন্তরবর্তি কোদাওয়ার গ্রামে ইহার উচ্চতা অধিক নহে, ঐ গ্রামে নিবিড় বন আছে ও তাহার মৃত্তিক ঈষৎ রক্তিম। বর্ণ এব-২ তাহার স্থানে ২ বৃহৎ ২ ঝোপ অাছে, উক্ত নিবিড় বন মধ্যে যথেষ্ট হস্তী বাস করে কিন্তু এই দেশের সমুদ্র তীরস্থ স্থানের হস্তির ন্যায় সেহন্তী দীর্ঘাকার নহে । ৪৪৭ ৷৷