( ९ ९ ) এক বৃহৎ মৃন্ময়দুর্গ পৰ্ব্বকালে সৈন্যদ্বারা পরিপণ ছিল এৰণ হয় দরের রাজ্য কালে এ নগরের বহিদেশে ৩০০০ সহস্র গৃহ ছিল কিন্তু টিপুশাহের রাজ্যকালে তাহার তৃতীয়া-১শের একাংশ ন্যূন হয় পরে জেনেরেল মেডোসকর্তৃক এ নগর আক্রান্ত হইলে তাৰথ নষ্ট হইয়াছিল। ৩২ ৷৷ झेशा ll উত্তর হিন্দুস্থান মধ্যে হিমালয় পৰত শ্রেণীর দক্ষিণ দিগে নেপালের গুড়খালি রাজার অধিকারে ইস্মা নামক এক ক্ষুদ্র স্থান আছে তাহার অভ্যন্তর স্থান অত্যন্ন ব্যক্ত আছে । ৩৩ ৷ ইস্লামাবাদ ll কাশ্মীর রাজ্যে কাশমীর নগরহইতে ২৬ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্ব দিগে ও বাঈলন নদীর উত্তর দিগে ইয় মাবাদনামক এক বৃহৎ নগর আছে তথাকার পর্বত সমূহের অপ্রশস্ত স্থানে এ নদী প্রবেশ করিয়াছে এব০২ তদগরি কাষ্ঠের এক সেতু আছে সে দীর্ঘ প্রায় ১৬০ হস্ত পরিমাণ হইবেক ॥৩৪ ইস্লামাবাদ ৷ বঙ্গ দেশে চট্টগ্রামের রাজধানী তুমি বাদ নামক এক নগর অাছে সে নগর চট্টগ্রামের নদীর পশ্চিম দিগে প্রায় ৮ ক্রোশ অন্তরে সমুদুে মিলিত হইয়াছে ইহার নিকট বৰ্বি গ্রামে তুলাদ্বারা এক প্রকার কেনবেস বস্ত্র প্রস্তুত হয় ও এত দেশীয় কাষ্ঠদ্বারা বৃহৎ জাহাজ নির্মাণ হইয়া থাকে। ৩৫ ৷৷ ইশ্বরদী ॥ আজমের প্রদেশে রাজপুত রাজ্যমধ্যে প্ৰ চীর ও থাত ৰেষ্টিত ঈশ্বরদী নামক এক নগর অাছে এ প্রদেশের মধ্যে সে এক সর্বোৎকৃষ্ট নগর তথা জয়নগরের রাজার অধি কার। ৩৬ ।
পাতা:সন্দেশাবলি.djvu/৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।