( రిట రి ) বাস করত আপনার বহুধন কলিকাতাতে ই^লণ্ডীয়দিগের নিকট গচ্ছিত করিয়াছিলেন, এই শিরধুনা নগর যৎকালীন স্বাধীন রাজ্য ছিল তখন এ নগরে কামান যন্ত্ৰ নিৰ্ম্মাণ করিবার জন্যে এক গৃহ ও অন্যান্য যুদ্ধ সজ্জার এক গৃহ ছিল,কিন্তু বহু কাল হইল সে তাবৎ লোপ হইয়াছে, এই দেশে নানা পুকার শস্য ও তুলা এবণ চিনি জন্মে। ৪৪৮ ৷৷ শির।। মহিদুর রাজ্যে শ্রীরঙ্গপত্তন হইতে ৮৪ ক্রোশ উত্তর দিনে শিরা নামে এক নগর আছে, এই অঞ্চল ব্যাপিয়৷ শস্যোৎপত্তি যোগ্য বর্ষা প্রায় হয় না, কিন্তু যে বৎসর সুবৃষ্টি হয় সেই বৎসরে যথেষ্ট শস্যোৎপন্ন হইয়া স্থানান্তরে প্রেরিত হইয়া থাকে, এ নগরের প্রধান বাণিজ্য দ্রব্য নারিকেল, তথাকার ব্যব সায়ির নিজামের দেশে মহারাষ্ট্রে বেদনোরে শ্রীরঙ্গপত্তনে ও বাঙ্গালোরে গিয়া বাণিজ্য করে, ই০২ ১৬৪৪ বাণ ১০৫ ১ শালে বিজয়পুরের জবনগণ কর্তৃক এ নগর প্রথম অধিকৃত হয়, পুনৰ্বার কিয়ৎকালের নিমিত্তে ইহার পূৰ্বাধিকারির অধিকার হইয় নিকটবর্তি অনেক স্থান তাহাতে ভুক্ত হওয়াতে তাহার সীমাবৃদ্ধি হইয়াছিল, পরে দেলাওয়ার র্যার রাজ্যকালে যখন ইহার অার উন্নত্তি হইল তখন হয়দর শাহ আসিয়া উক্ত নগর অধিকার করিলেন, ব্যক্ত অাছে যে ত থকালে এই শির নগরে ৫০ ০০০ সহস্র গৃহস্থ ছিল, কিন্তু টীপুশাহ \3 মহারাষ্ট্রীয় দিগের দৌরাত্ম্য দ্বারা উক্ত সত্ৰখ্যার মধ্যে কেবল ৩০০০ গৃহস্থ ছিল, যে অবধি ই^লণ্ডীয় লোকের অধিকার করিয়াছেন তাহার পূৰ্ব সময়ে তথাকার লোকের পরল্পর সকলের দুব্যাদি অপহরণ করিত এবপ২ তথাকার স্ত্রী লোকেরা যুদ্ধ কালীন উচ্চ স্থান হইতে ক্ষুদ্র প্রস্তর নিঃক্ষেপ করত সামান্য শত্ৰ, দল
পাতা:সন্দেশাবলি.djvu/৩৩১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।