পাতা:সন্দেশাবলি.djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২১ ) হইতে আপনারদিগের গ্রাম রক্ষা করিত । ৪৪১ ৷৷

  • ওt ll ভারতবর্ষের দক্ষিণ দিগস্থঘাট নামক পৰ্ব্বতের উত্তর দিগে ই০২লণ্ডীয়দিগের অধিকারস্থ উত্তর কর্ণাটের কিয় দ^শে শুণ্ড নামে এক ক্ষুদু দেশ ও তাহার এক নগর ঐ নামে খ্যাত আছে, এই নগর ভগ্নাবস্থা প্রাপ্ত হইয়াছে, এ দেশের পশ্চিম দিগে কৃষক গণের যে সকল উদ্যান পুস্তুত করে তন্মধ্যে গোলমরিচ তাসূল এলাইচ কদলীফল ও গুবাক যথেষ্ট জন্মে, এবং উক্ত দেশের পূর্বদিগে যে ক্ষেত্রে ধান্য জন্মে সেই ভূমিতে ইক্ষু ও হইয়া থাকে, আর এই দেশের পশ্বাদি কঙ্কন অর্থাৎ হৈয়গ দেশীয় পশ্বাদি অপেক্ষা বৃহৎ এব^ইহার বন মধ্যে বন্য মহিষ ও ব্যান্তু অনেক আছে, যৎকালীন এ স্থানে আদেশীয় রাজার রাজ্য ছিল তখন উক্ত নগরের পরিসর তিন ক্রোশ ও চতুৰ্দ্দিগে প্রাচীর বেষ্টিত ছিল, তখপরে এই দেশে হয়দর শাহ মহারাষ্ট্রীয়দিগের সহিত সবুদ যুদ্ধ করাতে মহোপদুৰ উপ স্থিত হইয়। সমুদয় দেশ ছিন্ন ভিন্ন হইলে তথাকার লোকদিগের বসতির অল্পত হইয়াছে, ই২ ১৭৬৩ বা ১১৭০ শালে হয় দর শাহ কর্তৃক এই গুপ্ত দেশের ইরোদি নামক শেষ রাজা রাজ্য চুত হইয়। গোয় নগরে গমন পূর্বক কোন এক ব্যক্তিকে আপ নার ঘাট পৰ্ব্বতের উত্তর দিগের তাবৎ অধিকার পুদান করি য়াছিলেন এব০১ আপনার ব্যয়ের কারণ মাসে ২ যৎকিঞ্চি৫ টাকা লইবেন এমত স্থির করিলেন, পরে ই^ ১৭১৯ বাণ২ ১২০৬ শালে এই দেশ ই০১লণ্ডীয়দিগের অধিকার হইয়াছে। ৪৫০ ৷৷

শ্যাম ৷ গঙ্গাতীত ভারতবর্ষ মধ্যে শ্যাম নামে এক রাজ্য আছে, ইহার উত্তর সীমা ব্যক্ত নাই, দক্ষিণ দিগে সমুদ্র ও মালাই छ्। १