পাতা:সন্দেশাবলি.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ○*、*、) উপদ্বীপ, পৰ্ব্ব দিগে কোচিন চাইনার কএক দেশ, পশ্চিম দিগে রক্ষ্ম জাতিদিগের রাজ্য, এই শ্যাম রাজ্য বৰ্ম্মাদিগের অধিকারের প্রাককালে ইহার দীর্ঘতা ৩৬০ ক্রোশ ও পুস্ততা ৩০০ ক্রোশ ছিল, এই স্থানে সমুদ্র মহনার উপরে অত্যন্ত্র লোকের বসতি আছে, পূৰ্বকালে উক্ত রাজ্য বৃহৎ ছিল এব^ তথাকার লোক দিগের ভাষা ও অন্যান্য দেশীয় ভাষা হইতে স্বতন্ত্র ছিল, বঙ্গ দেশের ন্যায় ঐ রাজ্য বন্য। জলে প্লাবিত হইয়া থাকে তখন সেতু বদ্ধ করিয়া গ্রাম সকল রক্ষা করিতে হয়, শ্যাম রাজ্যে ধান্য গোধূম গাছড়া কাপাস জন্মে ও তৈল মোম লাক্ষা ও বার্লিস পুসুত হয়, তদ্ভিন্ন সেখানে লৌহকাষ্ঠ বলিয়া ষে এক প্রকার কাষ্ঠ আছে তারা চীন ও মালাই লোকের জাহাজের নঙ্গর নিৰ্ম্মাণ করে, উক্ত রাজ্যে মিনাম নদীর সন্নিকটে ইউরোপীয় দিগের যে সকল বসতি আছে সেই স্থানের নিম্ন ভূমি প্রযুক্ত তথা বন্য জল উত্থিত হয়, এবং সেই জল শুধু হইলে এতাদৃশ পীড় কর স্থান হয় যে তাহাতে বিষমজুর পুভূতি নানা রোগ জন্মে, শ্যাম রাজ্যের বন মধ্যে ব্যাঘ্ৰ গণ্ডার ও হরিণ পুস্তৃতি পশু এবং কপোত ময়ুর কাদাখোচা তিতর ও তোত পক্ষী যথেষ্ট আছে, এবং এই স্থানে গাভীর দুগ্ধাপেক্ষ মাহিষদুগ্ধ যথেষ্ট হইয় থাকে, কিন্তু তথাকার লোকের নবনীত পুস্তুত করিতে জানে না, শ্যাম রাজ্যের অভ্যন্তরস্থপবৃতে হিন্দুস্থানীয় হীরক অপেক্ষ এক পুকার অপকৃষ্ট হীরক জন্মে, তদ্ভিন্ন তথাকার কোন ২ নির্বর হইতে স্বর্ণ ও পাওয়া যায়, এব^ সেই রাজ্যে লৌহ টন সীসা ও তামু উৎকৃষ্ট রূপ জন্মে, উক্ত মিনাম নদী সমুদ্রের যে মহনাতে মিলিত হইয়াছে সেই মহনী দিয়া এ রাজ্যে আগমনের এক পথ আছে দক্ষিণ ৰায়ুর পুৰিল্য কালীন সেই পথ দিয়া গমনে উত্তম