পাতা:সন্দেশাবলি.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২৪ ) দিগের কোন ২ ব্যবহার হিন্দুর সহিত অনৈক্য হয় এব০২ উক্ত জাতীয়ের ব্রাহ্মণ ক্ষত্ৰিয় বৈশ্য শূদ্র এই চারি বর্ণেতে বিভক্ত আছে, নানা কারণে ইহারদিগকে বৌদ্ধ মতাবলম্বী জানা গিয়াছে যেহেতুক তাহারদিগের ন্যায় এই জেন জাতীয়ের মনুষ্যের অৰ্চনা পূৰ্ব্বক তাহাকে দেবাণ২শ জ্ঞান করে ও বেদমান্য করে না, এবং ইহারদিগের মধ্যে যাহারা দীক্ষাগুরু রূপে প্রসিদ্ধ তাহারা ভূমণ কালে পদাঘাতে জীৱ হিন্তস হইবার আশঙ্কায় স০১মাৰ্জ্জনী দ্বার পথ সকলকে পরিযুরি করিয়া গমনাগমন করে হিন্দুস্থানের লোকের ইহারদিগকে যতি বলিয়া ব্যক্ত করে, উক্ত জাতীয়দিগের পারসনাথ নামে এক দেবতা আছেন এই পারসনাথ বারাণসীর নিকটস্থ কোন গ্রামে জন্ম গ্রহণ পূবুক এক শত বৎসর বয়স্ক সময়ে কাহার ও বঙ্গ দেশীয় শামেত পৰ্বতের পারস নামক স্থানে কাল প্রাপ্ত হয়েন, ঐ জেন জাতীয়ের বাহার দেশে রাজগৃহ নামক স্থানের নিকটস্থ পাপ৷ পুরী ও ভাগলপুরের নিকটস্থ চাম্নাপুরী এবপ২ বারাণসী হইতে ১০ ক্রোশ অন্তরে চন্দ্রবতী তদ্ভিন্ন দিল্লির হস্তিনাপুর নামক কোন প্রাচীন স্থান এবং হিন্দুস্থানের শত্র,ঞ্জয় ইত্যাদি স্থানকে তীর্থ স্থান বলিয়া মান্য করে, উক্ত দেশে ইহারদিগের যে স০২থ্যক লোক আছে তাহার বাণিজ্য কৰ্ম্ম করে, কর্ণাট দেশে এই জাতি অধিকাং২শ অাছে। ৪৫২ ৷৷ শ্রীনগর ll উত্তর হিন্দুস্থানে শ্রীনগর নামে এক দেশ আছে ইহার প্রাচীন নাম গড়ওয়াল, উক্ত দেশের উত্তর দিগে পৰ্বত ও বদরিকাশ্রমের কোন অব্যক্ত স্থান,দক্ষিণদিগে অযোধ্যা ও দিল্লি, পৰ্বদিগে এক উচ্চ পৰ্বত শ্রেণী ও গগর নদী, পশ্চিম দ্বিগে যমুনা, ইহার দীর্ঘতা ১৪০ ক্রোশ ও পুস্থত সৰ্ব শুদ্ধ ৫০