পাতা:সন্দেশাবলি.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২৫ ) ক্রোশ হইবেক, এ দেশের সন্মুখের পবৃত শ্রেণীর কোন ২ স্থানে নিবিড় বন আছে আর কোন ২ স্থান কেবল পুস্তরময় তথা পশু পক্ষী মাত্র নাই, লালডাঙ্গ অবধি গঙ্গা পর্যন্ত এ দেশে যে সকল পৰ্বত আছে সেই সকল পৰ্ব্বতে অত্যন্ত নিবিড় বন দ্বারা গমন গমনের প্রতিবন্ধক হইয়াছে, গঙ্গা ও যমুনার মধ্যবর্তি দুই পবৃতের অন্তরালে নিবিড় বন থাকাতে লোকালয়ের অল্পত অাছে, সেই বসন অনেক হস্তী জন্মে কিন্তু সে সকল চট্টগ্রামের হস্থির ন্যায় বৃহৎ ও উত্তম হয় না তন্নিমিত্তে লোকেরাও তাহারদিগকে পালন করে না, শ্রীনগর দেশের পদ দিগন্থ পৰ্ব্বতে যখন অতিশয় শিশির পতিত হয় তখন তথাকার লোকের তাহার নিয়ু ভাগে আলিয়া বাস করে, এই দেশ ই০২ ১৭৯৬ বাথ ১২০৩ শালের যে সময়ে ভদেশীয় অধি পতির অধীনে ছিল তখন তথাকার শস্য ও স্বর্ণখনির ও দুব্যাদি তায় ব্যয়ের শুলুদ্ধার পাঁচ লক্ষ টাকা উৎপন্ন হইত, তদ্ভিন্ন উক্ত শ্রীনগর দেশে ভূতান দেশীয় সৈন্ধব লবণ ও লোহাগা এবপ২ বৈদ্যনাথের যান্নিধ্য স্থানের মৃগনাভি চৌরি বাজপক্ষী ও অযোধ্য হইতে নানা প্রকার সূত্রবস্ত্র ও লাহোর দেশ হইতে যথেষ্ট লবণ এ দেশে আনীত হইত এই শ্রীনগর দেশে বৃহৎ ং ছাগ ও মেষ জন্মে তদুরি। এখানকার লোকের দ্রব্যাদি বহন করে, আর সেই মেষীয় লোম দ্বারা কস্থল প্রস্তৃত হইয় থাকে, শ্রীনগর দেশের কর্ণ প্রয়াগ পাইনকুণ্ড দেবপ্রয়াগ বিকরকেস ও লাকড়ি ঘাট এই কএক স্থানে স্বর্ণ জন্মে, এই দেশের নান; স্থানে লৌহের আকর অাছে, এব০২ তদেশীয় শ্রীনগর নামে যে নগর আছে তাহার উত্তর পূর্ব দিগের নাগপুরে ও ধলপুরে তামের খনি এব০২ পূৰ্ব্ব দিগে দেশৌলি নামক স্থানে সীসার খনি আছে,