( ৩২৭ ) হইয় থাকে, মহিমুর দেশে শ্রীরঙ্গপত্তনের নাম পাটনা ব্যক্ত আছে, উক্ত উপদ্বীপের পশ্চিম দিগে এক ক্রোশ ব্যাপিয়া শ্রীরঙ্গ পত্তনের দুর্গ আছে, এই শ্রীরঙ্গপত্তনের উত্তম ২ সমাজ গৃহের ব্যয়ার্থে ই০১লওঁীয়েরা বৎসর ২ অনেক টাকা প্রদান করিয়া থাকেন, তথাকার বাদশাহের যে এক পুরী আছে তন্মধ্যে ই০১ লণ্ডীয় চিকিৎসকেরা বাস করেন এব০২ তাহারা তথা এক চিকিৎ সালয় করিয়াছেন, শ্রীরঙ্গপত্তনের তাবৎ পথ বক্র ও অপ্রশস্ত, টীপুশাহের রাজ্য কালে এই স্থানে ১৫০০০০ মনুষ্য ছিল কিন্তু তাহার পরে উক্ত স০২4্যার অনেকানেক লোক মহিলুর দেশে গিয়া তথাকার রাজবাটীর সন্নিকটে বাস করিয়াছে, এবং নিম্ন কর্ণাট হইতে যে জবনের এই নগরে প্রথমতঃ বাস করিয়াছিল তাহারাও হয়দরের মৃত্যু হইলে পুনৰ্ব্বার কর্ণাটে গিয়া বসতি করিয়াছে, ই০২ ১৭১২ বাণ ১১১১ শালে লার্ড করণওয়ালিশ ২৮০০ ইউরোপীয় সৈন্য এব০২ ৫১০০ এতদে শীয় সৈন্য সহিত রাত্রি কালে শ্রীরঙ্গপত্তন নগরস্থ টীপু শাহের শিবির আক্রমণ করিলে যুদ্ধ উপস্থিত হইয়া উভয় পক্ষীয় কতিপয় সৈন্য নষ্ট হইলে উক্ত নগর ই০১লণ্ডীয়ের অধিকার করিলেন, তখন টীপু শাহ তিন লক্ষ টাকা ও আপনার রাজ্যের অৰ্দ্ধ ভাগ প্রদান পূৰ্ব্বক সন্ধি করিয়াছিলেন, ই২ ১৭৯৯ বা^ ১২০৬ শালে টপু শাহ পুনৰ্বার যুদ্ধ করিতে আকাঙ্কিত হইলে জেনেরেল হারিস অধীন সৈন্যের জ্যৈষ্ঠ মাসের চতুৰ্থ দিবসে দুই প্রহর দুই ঘণ্টার সময়ে এই নগরে আগমন পূৰ্ব্বক যুদ্ধ করিতে লাগিল, পশ্চাৎ এই স্থানের দুর্গে যে ৮০০০ সহসু সৈন্য ছিল তাহার অধিকাংশ হত হইল এবং তৎকালীন টীপ শাহ প্রাণ ত্যাগ করিলেন, এই বাদশাহ অতি বিজ্ঞ ছিলেন
পাতা:সন্দেশাবলি.djvu/৩৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।