পাতা:সন্দেশাবলি.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ <) ) উজ্জয়িনী অর্থাং উজান ৷ মালোয় প্রদেশে সি ন্ধিয়া মহারাষ্ট্ৰীয়ের অধিকারস্থ অতি প্রাচীন উজাননামক এক নগর আছে ইহার সংস্কৃত নাম উজ্জয়িনী ও অবন্তী এ স্থানে ১০ । ১২ হস্ত মৃত্তিক খনন করিলে প্রস্তরময় স্থম্ভ ও ইষ্টকের প্রাচীর ও কঠিন কাষ্ঠ ও নানা প্রকার তৈজস পাত্র এব০২ প্রাচীন মৃদু উত্থিত হয় ইহার দক্ষিণ দিগে প্রায় এক ক্রোশান্তরে নব্য উজান নামক নগর তথা রাজা বিক্রমাদিত্যের রাজ্য কালে যথেষ্ট বিদ্যার চর্চা ছিল আর এই দুই ভিন্ন আধুনিক যে উজান নগর সে চতুষ্কোণ ও প্রায় ৬ ক্রোশ পরিমাণ, তাহার চতুঃপাশ্বে প্রস্তরময় প্রাচীর ও স্থানে ২ মন্দিরবৎ বৃহদস্তৃহদ্বার বেষ্টিত আছে তন্মধ্যে অধিকাংশ যবন জাতির বসতি ও বহু ইষ্ট কালয় ও কাষ্ঠ নিৰ্ম্মিত গৃহ এবং অল্পাংশ মরুভূমি আছে আর হট্টের চতুদিকে দুইতালা গৃহদ্বারা বেষ্টিত চারি পুসিদ্ধ যাবনিক দেবালয় তদ্ভিন্ন নানা হিন্দু দেবালয় ও সিন্ধিয় রাজার রাজগৃহ আছে এ নগ রের দক্ষিণ দিগের পুচিীর জয়নগরের রাজার নির্মিত তৎপুযুক্ত তথ। জয়সিংহপুর নাম ব্যক্ত হইয়াছে। অপর সূরাষ্ট্রহইতে এ স্থানে ইউরোপীয় ও চীন দেশীয় দুৰ্য আসিয়া অল্প মূল্যে ৰি ক্রয় হয় এবং এ স্থানে সিপু নামে নদী তীরে এক বিল মধ্যে স্তম্ভদ্বারা রক্ষিত রাজা বিক্রমাদিত্যের ভুতি রাজা ভর্তৃহরির পুরী তাহার প্রাচীরে স্ত্রী ও পুরুষের মূৰ্ত্তি আছে এবং এই গহ্বর তা হার বর্তমান কালে কাশী ও হরিদ্বার পর্যন্ত দীর্ঘ ছিল এই রাজ রাজকৰ্ম্ম পরিত্যাগপৰ ক এই স্থানে অজ্ঞাত বাস করিয়াছিলেন। ই০২ ১৮০৪ বাণ২ ১১ ১২ শালে ই^লগুীয়ের উজান নগরে আগমনপূর্বক তথাকার পথি মধ্যে লোকের অনাহারপুযুক্ত