পাতা:সন্দেশাবলি.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Lළු A ) বিশিষ্ট এব০১ তথাকার রাজার নিকট প্রায় সৰ্ব্বদা দণ্ড প্রাপ্ত হয়, পূৰ্ব্বকালে এই সম্বলপুর দেশ গড় নামক স্থানের কিয়দ৭২শে ব্যাপ্ত থাকিয়া গণ্ডওয়ান রাজ্যের হিন্দুদিগের অধিকার ভুক্ত ছিল, পরে আওরঙ্গজেব বাদশাহের রাজ্যকালে মোগলদিগের অধীনে আলাহাবাদ ভুক্ত হইয়াছিল, তৎপরে নাগপুরের মহারাষ্ট্রীয়দিগের অধীন হয়, ই^ ১৮০৩ বাণ ১২ ১০ শালে ই^লওঁীয় লোকের ইহার সহিত যুদ্ধ করিয়া উক্ত দেশ ও তাহার নিকটস্থ অন্যান্য নগর অধিকার করেন ই-২ ১৮০৬ বাণ২ ১২ ১৩ শালে ঐ নাগপুরের রাজা ইহারদিগের সহিত সন্ধি করিয়া পুনঃ প্রাপ্ত হইয়াছেন, এই সম্বলপুরে এলিয়ট সাহেবের সমাজ আছে, হেফি০ সাহেব আপন পুস্তকে উক্ত সাহেবের মৃত্যু বিষয়ে অনেক আক্ষেপ বাক্য লিথিয়াছেন। ৪৫৮। সরহিন্দ ll দিল্লি প্রদেশের উত্তর পর্ব দিগ ব্যাপিয়া সরহিন্দ নামে এক বৃহৎ দেশ আছে, উক্ত সরহিন্দ দেশের যে খণ্ড হানি হিসার ও কারনেলি নামক স্থানের সম্মুথে তথাকার মরুভূমি পুফুক্ত তাহাতে কেবল ক্ষুদ্র ২ বৃক্ষ জন্মে, ও কোম ২ স্থানে অত্যন্ত জল কষ্ট আছে, ই২ ১৩৫৭ বাণ ৭৬৪ শালে তৃতীয় ফিরোজশাহ এ দেশের ভূমি উবুর করণার্থে থাত খনন করাইয়া যমুনা ও শতদ্র, নদী হইতে জল আনয়ন করিয়াছিলেন এব০২ তথা এক দুর্গ করিয়াছিলেন তথাচ ইহার উন্নতি হয় নাই, বহু দিবস হইল সে সকল কীৰ্ত্তি নষ্ট হইয়াছে, ই০২ ১৭০৭ বাণ ১১ ১৪ শালে বান্দ নামক স্থানের বৈরাগীয় সিক উপাধি বিশিষ্ট লোকের আগমন পূবৃক এই দেশ ছত্র ভঙ্গ করত ঐ বাদশাহের গৃহ ও তাবৎ দেবালয় ভঙ্গ করিয়াছিল, সরহিন্দ দেশের তাবৎ নগর অপেক্ষ পেটীয়াল নগর অতিশয় বৃহৎ