পাতা:সন্দেশাবলি.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩৩২ ) এব^ থানেশ্বর নামে যে আর এক নগর সে উক্ত নগরের তুল্য হইবেক, এ অঞ্চল দিয়া সরস্বতী নদী বহমান হওয়াতে সে স্থান হিন্দুদিগের এক তীর্থ হইয়াছে। ৪৫১ ৷৷ সাগর l৷ ৰঙ্গদেশে সমুদ্রের সহিত গঙ্গার মিলন স্থলে সাগর নামে এক উপদ্বীপ আছে, এই স্থানে গঙ্গার দ্বারা অার এক উপদ্বীপ সহিত সাগর উপদ্বীপ পৃথক হইয়াছে, তথা গঙ্গার প্রশস্ত্য অধিক এই নিমিত্তে তীর হইতে অনেক দূরে জাহাজ রক্ষিত হয়, এই সাগর উপদ্বীপের নিকট সমুদ্রের সহিত গঙ্গার মিলন হওয়াতে গঙ্গাসাগর নামে মহাতীর্থ হইয়াছে, পূৰ্বকালে অনেকানেক যাত্রিরা এই গঙ্গাসাগরে গমন করিয়া কেহ ২ আত্ম হত্যা করিত কেহ বা আপন সন্তানকে তথাকার জলে নিঃক্ষেপ করিত, ব্যক্ত অাছে যে ই০২ ১৮০ ১ বাণ ১২০৮ শালে এক মাসের মধ্যে উক্ত পুকারে তথা ২৩ জন মনুষ্য নষ্ট হয়, ইহার পর বৎসরে মারকুইস ওএলিসলি সেই নিরর্থক পুণি নষ্ট বারণ করিয়া দিয়াছেন, সাগর উপদ্বীপের নিবিড় বন মধ্যে অতি ভয়ানক ব্যাঘ্র থাকে, এব^ তথাকার জলে বৃহৎ ২ কুম্ভীর ও অাছে । ৪ ৬০ ৷৷ সাতরি ll বিজয়পুর মধ্যে কৃষ্ণ ও তওর্ণ এই উভয় নদীর মধ্যস্থলে মহারাষ্ট্রীয়দিগের অধীনে সাতার নামে এক নগর আছে, এই নগরের যে দুর্গ সেও তন্নামে খ্যাত হইয়াছে, উক্ত নগর যে পৰ্ব্বতের উপরে স্থাপিত আছে সেই পৰ্বত পূৰ্ব পশ্চিমে দ্বীৰ্ঘে ৮ ক্রোশ, তাহার সৰ্বোৰ্বভাগে ঐ সাতার নামক দুর্গ তথা গমনে এতাদৃশ অপুশন্ত পথ যে তাহ দিয়া একেবারে দুই লোক গমনাগমন করিতে পারে না, ইণN ১৬ ৫ ১ বf৭১ ১০৫৮ শালে বিজয়পুরের বাদশাহ হইতে শৰজিী নামক