পাতা:সন্দেশাবলি.djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( වඵව ) মহারাষ্ট্ৰীয় এক ব্যক্তি কর্তৃক এই সাতার নগর অধিকৃত হইয়। ছিল ও এই শিৰজী দ্বার স্বজাতীয়দিগের উন্নতি হয়, তৎপরে পেশোয় এই শিবাজীর ব০২শোভবদিগকে কারাগায়ে বদ্ধ করিয়া ছিলেন, তৎপরে এ স্থানে যে এক সেনাপতির রাজত্ব হয় তাহার দুর্ভাগ্য ক্রমে শিৰঞ্জীর ব^শোদ্ভব ব্যক্ত হওয়াতে পেশোয়ারা তাহাকে ও কারাগারে বদ্ধ করিয়াছিলেন । ৪৬১ ৷৷ সারণ l৷ বাহার দেশে সারণ নামে এক দেশ আছে, ইহার উত্তর দিগে গোরকপুর ও বেতিয়া,দক্ষিণ দিগে গঙ্গা, পূৰ্বদিগে বেতিয়া ও হাজিপুর, পশ্চিম দিগে দেয়। অর্থাৎ গগর নদী, ই• ১৭৮৪ বা ১১৯১ শালে মেজর রেনেল কর্তৃক ঐ দেশের ও বেতিয়ার চতুরস্ট্রীয় ভূমি ও ১০৬ ক্রোশ পরিমিত হয় তন্মধ্যে কেবল সারণ দেশের ভূমি স^থ্যা ২৫০০ ক্রোশ ছিল, এই দেশে গঙ্গা ও গণ্ডকী এই দুই নদীর জল ব্যবহার্য হইয়া থাকে, তভিন্ন এ স্থানে নানা ক্ষুদ্র নদী ও আছে, ইহার ভূমি উৰ্বর তাহাতে নানা শস্যোৎপন্ন হয়, এবং এ দেশে ও হাজিপুরে যে যবক্ষার জন্মে সে দক্ষিণ দেশে ও ইউরোপে পুেরিত হয়, এই সারণ দেশের বলদ উত্তম হইয়া থাকে, ই০১লণ্ডীয়দিগের অধিকারস্থ সমুদয় দেশের মধ্যে এই দেশ উত্তম, ই২ ১৮০১ বা ১২০৮ শালে মারকুইল ওএলিসলির অাজ্ঞানুসারে এ স্থানে ১২০৪ ০০০ লোক স°২থ্য হয়, তন্মধ্যে চারি অন্২শ হিন্দু ও একা-১শ যবনজাতি ছিল ৷ ৪৬২ ৷৷ সি°হল । বঙ্গদেশীয় মহনার পশ্চিম ভাগে সি^হল নামে এক উপদ্বীপ আছে, এই উপদ্বীপ সিলোন নামে ব্যক্ত কিন্তু জবন জাতীয়ের ইহাকে সরন্দিব কহে, সি০২হল উপদ্বীপের পুায় তাবৎ ভূমি বালুক মিশ্রিত কিন্তু ইহার দক্ষিণ পশ্চিমের