পাতা:সন্দেশাবলি.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ළංවA ) কার রাজার সমীপে কহিল যে যদি অামারদিগকে কর প্রদান কর তবে আমরা আরব্য জাতীয়দিগের সহিত তোমার যুদ্ধ কালে সাহায্য করিব তাহাতে সি^হলের রাজা ইহারদিগকে ২১৩১৷৫ দারুচিনি রাজকর স্বরূপ প্রদান করিলেন, তত্ৰাপি ইহারা সিঙ্গালি লোকদিগের সহিত ঘোরতর যুদ্ধ করিয়াছিল পরে ওলন্দাজের অতিশয় দৃঢ়ত পূবুক পোতুগীসদিগের অধি কার হস্তগত করণে মানস করিয়৷ ই ১৬৩২ ৰাণ২ ১০৩১ শালে এ স্থানের কাণ্ডি নামক রাজধানীর রাজার নিকটে এই স~বাদ প্রেরণ করিল যে তুমি ঐ পোতুগীসদিগের সহিত যুদ্ধ কর, পরে ই০২ ১৬৫৬ বাথ ১০৬৩ শালে ওলন্দাজের ঘোরতর যুদ্ধ করত তাবৎ স্থান জয় করিয়া ই-২ ১৭৬৪ বাণ ১১৭১ শালে পুনৰ্ব্বার এতদেশীয়দিগের সহিত যুদ্ধ করত জয়ী হইল এই কালাবধি ই^ ১৭১৬ বাণ ১২০৩ শালের পুাককাল পষ্যন্ত সি-২হল উপদ্বীপ ইহারদিগের অধীনে থাকিয়া ই০২ ১৮০২ ৰাণ২ ১২০১ শালে ইপ-লণ্ডীয়েরদিগের রাজ্যাধীন হইয়াছে। ৪৬৩ ৷৷ সিদ্ধেীতll ঘাট পৰ্ব্বতের উত্তরাংশে সিদ্ধৌত নামে এক দেশ আছে, ইহার পূর্ব দিগে নিবিড় বন, এ দেশের প্রধান নগর উদয়গিরি এব০২ উক্ত দেশ দিয়া পেনার নামে এক প্রধান নদী গমন করিয়াছে ই^ ১৬৫০ বা ১০৫৭ শালে মিরজুমলা কর্তৃক সিদ্ধৌত ও গুজিকোটা এই উভয় স্থানের দুই দুর্গ অধিকৃত হয়, এই ব্যক্তি গোলকন্দা অর্থাৎ হয়দরাবাদের কোতৰ শাহ বণ২শোদ্ভব যে সোলতান আবদুল্ল তাহার অধীনে কৰ্ম্ম করিয়া ছিলেন, উক্ত সিদ্ধৌত দেশে ও ইহার নিকটস্থ স্থানে যে হীর কের প্রসিদ্ধ খনি ছিল তাহাতে বিস্তুর টাকা উৎপন্ন হইত কিন্তু ইদানী-২ সে সকল স্থানে হীরক জন্মে না। ৪৬৪।