পাতা:সন্দেশাবলি.djvu/৩৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిరిట ) সিন্ধ। হিন্দুস্থানে সিন্ধু নদের উভয় তাঁর ব্যাপিয়া সিন্ধু নামে এক বৃহদেশ আছে, ইহার দীর্ঘতা ৩০০ ক্রোশ ও গুস্থত সৰ্ব্ব শুদ্ধ ৮০ ক্রোশ হইবেক, যৎকালে টাটা দেশ এই সিন্ধু দেশের অন্তঃপাতি ছিল তৎকালে ইহার উত্তর দিগে মুলতান ও আফগানিস্থান, দক্ষিণ দিগে সমুদ্র ও কচদেশ, পৰ্ব্ব দিগে অাজমিয়ার সাণ্ডিডীজাট ও কচদেশ, পশ্চিম দিগে সমুদ্র ও বলোচস্থানের পৰ্বত এই রূপে সীম। নিরূপণ হইয়া ছিল, ঐ সিন্ধু দেশের তাবৎ স্থানে সিন্ধু নদের জল দ্বারা কৃষি কৰ্ম্ম হয়, উক্ত দেশ ও তাহার উত্তর দিগে বাহাওয়ান ট্রার এক দেশ এই উভয় দেশের মধ্য ভাগে যে দেশ তাহাতে অনেক প্রধান ২ লোকের অধিকার অাছে, তাহার প্রায় সকলেই সিন্ধু দেশীয় আমিরদিগকে কর প্রদান করে, সিন্ধু নদের পর্ব তীর হইতে উত্তর দক্ষিণে ভূ-ৰাড়ি দুরিলি লোহরি থয়রপুর ও পহলানি প্রভৃতি নগর অাছে এৰণ উক্ত থয়রপুর হইতে ৪০ ক্রোশ অন্তরে সিন্ধু দেশের দক্ষিণে দিনগড় নামে এক দুর্গ অাছে, সিন্ধু নদের পশ্চিম তীরস্থ এই সিন্ধু দেশের উত্তর দিগে সেকারপুর এই সেকারপুরের দক্ষিণ দিগস্থ অধিকাংশ স্থান সিন্ধু দেশীয় লোকের অধীনে আছে, এই দেশের পশ্চিম দিগের অধিকাণ২শ মরুভূমি কিন্তু সিন্ধু নদের তীরস্থ ভূমিতে যথেষ্ট শস্য জন্মে, এই টাটা দেশ অবধি সিন্ধু নদের ফলালি নামি যে এক শাখা আছে উক্ত নদের জল বৃদ্ধিকালে ঐ ফলালির ও জল বৃদ্ধি হইয় তাহার তীরস্থ ভূমি সকল পুৰিত হয়, পশ্চাৎ সেই জল স্তযু হইলে ভূমি উর্বর হইয় তাহাতে নানা প্রকার শস্য জন্মে, এবং অন্যান্য ভূমি বৃষ্টি জলে আদ্র হইলে তাহাতে নীল ইক্ষু ও হরিদ্র জন্মে, সিন্ধু দেশে তণ্ডুল স্কৃত চৰ্ম্ম হাঙ্গরের কানুক