পাতা:সন্দেশাবলি.djvu/৩৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ©öo ) জটামা^সী নীল এবণ টাটা দেশীয় বস্ত্র ও ঘোটক নানা স্থানে প্রেরিত হয়, এবং মুলতান ও তাহার উত্তর দিগ হইতে ফটকিরি মৃগনাভি ও ঘোটক প্রথমতঃ এ দেশে আনীত হইয়া পশ্চাৎ দেশ ন্তরে প্রেরিত হয়, এব০২ দক্ষিণ দেশহইতে টীন লৌহ সীসা হস্তিদন্ত চন্দনকাষ্ঠ ও ইউরোপীয় নানা দুব্য এ দেশে আনীত হইয়1থাকে অপর হিন্দুস্থানের জবন জাতির লাহোর ও আটক দেশে আগমন করণের পূৰ্বে এই সিন্ধু দেশ আক্রমণ করিয়াছিল অর্থাৎ খালেফ আলির নিকট হইতে এক জন সৈন্যাধ্যক্ষ এ দেশে প্রেরিত হইয়াছিল তৎকর্তৃক ইহার নিকটস্থ স্থান অধিকৃত হয়, তৎপরে মোয়াবে কর্তৃক হামির নামক অার এক সেনাপতি দুই বার এ দেশে প্রেরিত হইয়া বহুকাল পর্যন্ত যুদ্ধ করত পশ্চাৎ নিরন্ত হইল, হিজরি ১১ শালে থালেফ ওয়ালেদের অধীন মহমুদ কাশিম আগমন পূৰ্বক সিন্ধুদেশ জয় করিল, এই ব্যক্তির স্বকীয় রাজ্য হইতে সিন্ধু দেশ অতিশয় দূর তন্নিমিত্তে এই দেশে ব্যাপক কাল ইহার রাজত্ব ছিল না, পরে উক্ত দেশে রাজপুত জাতীয় এক রাজা ও এক জবনের অধিকার হইয়াছিল তন্মধ্যে শেষোক্ত ব্যক্তি হিন্দু জাতি হইতে ভুষ্ট হইয়া জবন জাতিত্ব পুপ্তি হয়েন কিন্তু ঐ উভয়েতেই জাম উপাধি পাইয়াছিলেন, অনন্তর নামর নামক রাজপুত জাতীয় লোকের পাঁচ শত বৎসর রাজত্ব করিয়াছিল, পরে তোরকানি জাতীয় মুেজা ইসার অধিকার হইয়াছিল, এই বাদশাহ মুলতান দেশীয় সুবাদারের বিপক্ষে পোর্তগাস জাতীয় দিগের সমীপে সাহায্য পুথিনা করাতে তাহার এ দেশে আগ মন পূবৃক প্রথমতঃ টাটা দেশের এক নগর লুট করিল, তৎ কালীন এই সিন্ধুনগর উক্ত দেশের রাজধানী ছিল, ঐ ত্বোরকানি বা ৯