পাতা:সন্দেশাবলি.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిలb' ) লোকের কিছুকাল রাজত্ব করিলে আকবর শাহের সৈন্যের আসিয়া সিন্ধু দেশ জয় করিল, এইকাল অবধি উক্ত দেশ দিল্লির বাদশাহের অধীন হইয়া সুবাদার দ্বারা তাহার রাজকৰ্ম্ম নিযপন্ন হইত উক্ত অধ্যক্ষের মুলতান ও টাটা দেশে অবস্থিতি করিয়াছিল, ই ১৭৩৭ বা৯ ১১৪৪ শালে মহম্মদ আবৃলি কালোরি নামক এক ব্যক্তি উক্ত দেশীয় সুবাদারের নিকট আসিয়া তিন লক্ষ টাক] বৎসর ২ কর দিতে স্বীকার করত ঐ দেশের অধিকার প্রার্থনা করিল তাহাতে ঐ সুবাদার তাহাকে সিন্ধু দেশ পুদান করিলেন, কিন্তু সে ব্যক্তি দেশাধিকারী হইয়। অবধি অঙ্গীকৃত কর পুদান করিলনা, তন্নিমিত্তে ইণ২১৭৩৯ বাণ১ ১১৪৬ শালে নাদের শাহ ঐ সৈন্যাধ্যক্ষ মহম্মদ আবুসকে পরাভৰ করিয়া অমরকোট নামক স্থানের দুর্গ মধ্যে বদ্ধ করিলেন, তৎপরে তাহার সহিত কর পুদানের নিশ্চয়তা হইলে এ দেশ তাহাকে পুনৰ্বার পুদত্ত হইল, झे०० ५ १ १ • ठां०९ ১১৭৮ শালে এই মহম্মদ আবৃসি কালোরি লোকান্তর গমন করিলে তাহার ব০২শীয়ের ই• ১৭৮৩ বাণ ১১১০ শাল পর্যন্ত রাজত্ব করিয়া তালপুরি জাতি কর্তৃক রাজ্যচ্যুত হওয়াতে কাবুলের তৈমুর সাহের শরণাগত হইল তাহাতে এই বাদশাহ ইহারদিগকে পুনৰ্বার রাজ্যাভিষিক্ত করণের নিমিত্ত ঐ তালপুরি জাতীয়দিগের সহিত যুদ্ধে পুবৰ্ত্ত হইলে তাহার বৎসর ২ বার লক্ষ টাকা দিতে স্বীকার করিল তন্নিমিত্তে উক্ত বাদশাহ যুদ্ধে বিরত হইলেন, এব°২ তাহার ও রীতানুসারে এই বাদশাহের যাবজ্জীবন পর্যন্ত তাহাকে রাজকর দিয়া ছিল, পরে উক্ত স~খ্যার ন্যুনত হইয়া সাত লক্ষ টাকা পর্যন্ত এ দেশের রাজকর হইলে ঐ বাদশাহের ব^শীয়ের পরল্পর বিবাদ করিতে লাগিল,