পাতা:সন্দেশাবলি.djvu/৩৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( రిలిమ్చ ) তখন তাহারদিগের এই অনৈক্য দেখিয়া সিন্ধু দেশায়ের সাহস পূবুক তাহার নিকটস্থ তাৰ স্থান অধিকার করিতে লাগিল, এব০২ বলোচস্থানাধ্যক্ষের নিকট হইতে কোরাচি নগর অধিকার করত সেকারপুর ও আজমিয়ার দেশের দিগে এই সিন্ধু রাজ্যের সীমা বৃদ্ধি করিল, ই^ ১৮০১ বা ১২১৬ শালে যশোবন্ত রাও হুলকরের সন্নিধান হইতে এই দেশে এক সম্বাদ প্রেরিত হয়, তাহার অভিপ্রায় এই যে পারস্য দেশীয় বাদশাহের সহিত এই দেশীয়দিগের যাহাতে বন্ধুত হয় ও ফুন্সি জাতির সহিত ই^লগুয়েরদিগের বিপক্ষত হয় এমত করণে হুলকরউদু্যোগী আছেন, এই কথা সিন্ধু দেশায়ের গ্রাহ্য করিলন। ৪৬৫৷৷ সিন্ধু৷ এই ভারতবর্ষ মধ্যে সিন্ধু নামে এক পুধান নদ আছে, হিন্দুস্থানের লোকের ব্যক্ত করে যে এই নদ ঝাড়খণ্ডী নামক স্থানের উত্তর পশ্চিম দিগে চারি পাঁচ দিবসীয় পথের অন্তর কাশগর নগরের নিকটে উদ্ভব হইয়াছে, কিন্তু মহt বিচক্ষণ মে ২ কোলরক সাহেব অনুসন্ধান করিয়া স্থির করিয়া ছেন যে হিমালয় পৰ্ব্বতের পশ্চিম ভাগে এই সিন্ধু নদ আরম্ভ হইয়। উত্তর দিগে গমন পূৰ্ব্বক লাচক দেশে পুবেশ করিয়াছে, হিন্দুস্থানে যে স্থানে আটক নদী অর্থাৎ কাবুলের নদী পশ্চিম দিগ হইতে আসিয়া উক্ত নদে যুক্ত হইয়াছে সেই স্থল হইতে সিন্ধু নদ হিন্দুস্থানে পুবেশ করিয়াছে, উক্ত নদের তীরস্থ ভূমিতে লবণ ও ফটাকরি যথেষ্ট জন্মে, সমুদ্র হইতে ১৭০ ক্রোশান্তরে এই নদ দুই ধারাতে গমন করিয়াছে, তাহার এক ধারা ৫০ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে গমন করিয়া সমুদ্রের যত নিকট গামিনী হইয়াছে তত নানা দিগে বহুমুখ হইয় গমন করিয়াছে এবং সমুদ্র হইতে হয়দরাবাদ পর্যন্ত তাবৎ স্থানে সিন্ধু নদের