( L8 o ) প্রস্থতা ১ ক্রোশ, এই সিন্ধু নদ মুলতানের দক্ষিণ দিগে আটক নামে খ্যাত আছে, অপর হিন্দুস্থানের পূর্বকালের লোকের কৰ্ম্মনাশা নদীর জল স্লশন করতোয় নদীতে যুনি গণ্ডকীতে সন্তরণ এবং আটক নদীর পারে গমন পুভূতি চারি কৰ্ম্ম উক্ত চারি নদীতে নিষেধ করিতেন। ৪৬৬৷৷ সিমোগা ৷ মহিবুর রাজ্যে সিমোগ নামে এক নগর আছে ইহার চতুদিগ উত্তম রূপে বদ্ধ, উক্ত নগরের পূদ্ৰ দিগ দিয়া তুঙ্গা নদী বহমান হইয়াছে, তথাকার ভূমি উবুর ও গে মহিষ ইত্যাদি পশু উত্তম হইয় থাকে, আর এ নগরের অন্তঃ পাতি স্থানে বস্ত্র পুস্কৃত হয়, ই২১৭৯০ বা ১১৯৭ শালে এই নগরের সান্নিধ্য এক মাঠে মহমুদ রেজা ও পরশুরাম ভৌ এই উভয় ব্যক্তিতে যুদ্ধোপস্থিত হইয়া মহারাষ্ট্ৰীয়ের অক্ষম হও য়াতে কাপ্তেন লিটীলের অধীন বোম্বাই নগরীয় সৈন্যগণের সহিত উক্ত রেজার যুদ্ধারম্ভ হইল, তখন সিমোগা নগরে ছয় সহস্র গৃহ ছিল তাহার তাবৎ গৃহ মহারাষ্ট্ৰীয়ের ভগ্ন করত তথাকার সুন্দরী স্ত্রীলোক দিগকে গ্রহণ করিয়া পলায়ন করিল তভিন্ন অন্যান্য স্ত্রী দিগকে বলাৎকার করিয়াছিল এব০২ পুরুষ দিগকে নষ্ট করিল, আর যাহারা ইহারদিগের হস্ত হইতে উত্তীর্ণ হইয়াছিল তাহার ও অনাহারে কাল পুপ্তি হইল, উক্ত মহা রাষ্ট্রীয়দিগের কুদালি স্বামী নামক গুরু যাহাকে ইহার অবতার বলিয়া মান্য করে তাহাকে ও তৎকালে নষ্ট করিল, পরে এ নগ রের চৌবাটী সকল দগ্ধ করিতে উদ্যত হইলে ব্রাহ্মণের এই দুৰ্বাত্মা মহারাষ্ট্রীয়দিগকে শাপ প্রদান করিতে লাগিল তাহাতে ইহারা ঐ ব্রাহ্মণদিগকে ৪০ ০০ ০০ লক্ষ টাকা উপটৌকন প্রদান করিল, তাহার অৰ্দ্ধেক টাকা টীপুশাহ গ্রহণ পূৰ্ব্বক লার্ড
পাতা:সন্দেশাবলি.djvu/৩৫১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।