( 58 $ ) করণওয়ালিসকে দান করিল, যেহেতুক তিনিশ্রীরঙ্গপত্তনে সন্ধি কালীন তাহার নিকট ঋণী ছিলেন, ই০২ ১৭১৮ বাণ২ ১২০৫ শালে এই নগর পুনর্দার অপহারিত হইয়া তৎপরে উন্নতির আরম্ভ হইয়াছে ৪৬৭ র ইহার সুমাত্রী ৷ পূৰ্ব সমুদ্রে যে কএক ক্ষুদ্র ২ উপদ্বীপ গুপ্ত। নামে খ্যাত তাহার পশ্চিম দিগে সুমাত্র নামে এক বৃহৎ উপদ্বীপ আছে, ঐ শুপ্ত এক সোতা দ্বারা যাব ও এই উপদ্বীপ হইতে স্বতন্ত আছে, সুমাত্র উপদ্বীপের উত্তর দিগে বঙ্গদেশীয় সমুদ্র মহন, দক্ষিণ পশ্চিম দিগে ভারতবর্ষীয় মহাসমুদ্র, পূৰ্ব দিগে চীন দেশ এবং পূৰ্ব সমুদ্র দ্বারা বোর্নিও প্রভৃতি নানা উপদ্বীপ এই সুমাত্রা হইতে পৃথক হইয়াছে, ইহার দীর্ঘত ১০৫০ ক্রোশ ও প্রস্থত সৰ্বশুদ্ধ ১৬৫ ক্রোশ, এই উপদ্বীপে যে এক পৰ্বত শ্রেণী আছে তাহার :ে শৃঙ্গ অতি উচ্চ তাহার নাম মৌন্ট ওফর এবং সে উদ্বে ১১৭৮ হস্ত হইবেক, ঐ পবৃতের কোন স্থান হইতে কথন য অগ্নি উদ্ভব হইয়। সেই স্থানের সকল বনকে দগ্ধ করে, এব০২ তথা যথেষ্ট গন্ধক ও যবক্ষার জন্মে তন্নিমিত্তে সে স্থান প্রসিদ্ধ হইয়াছে, সুমাত্রার দক্ষিণা-১শে নিবিড় বন ও পশ্চিম ভাগের ভূমি ঈষৎ রক্ত বর্ণ কিন্তু স্থানে ২ কৃষ্ণবর্ণ মৃত্তি কাও আছে, উক্ত উপদ্বীপের পূৰ্ব ভাগে এব০২ তাহার পশ্চিম সমুদ্র তীরে পুনুরিণী ও অনেকানেক ক্ষুদ্র নদী আছে, এই উপ দ্বীপে যথেষ্ট ধান্যোৎপন্ন হয়, তথাকার ক্ষেত্র ভূমি যদ্যপি কিয় দিবস পতিত থাকে, তবে অল্পকালের মধ্যে নানাবিধ বৃক্ষ জন্মিয় সে স্থান এতাদৃশ বনময় হয় যে তাহাতে বন্য পশ্বাদি সকল আসিয়া বাস করে, পরন্তু ভূমণ্ডলকে উত্তর দক্ষিণে সম রেখায় বিভাগ করিতে হইলে যে রেখা পাত করা যায় সেই রেখা
পাতা:সন্দেশাবলি.djvu/৩৫২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।