পাতা:সন্দেশাবলি.djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ○8○ ) পীড়া শান্তি করে, উক্ত মনুষ্যদিগের কোন শাস্ত্র নাই এব^ তাহারা দেবাদির অচ্চনা করে না, এই উপদ্বীপে ই^লণ্ডীয় লোকের দ্বারা পুথমতঃ কোন ব্যক্তি খ্ৰীষ্টীয়ধৰ্ম্মাবলম্বন করে নাই, ই^ ১৬০০ বা ১০০৭ শালে ইহার পূৰ্ব ভাগের অনেকানেক লোক ফুন্সি জাতীয়দিগের উপদেশানুসারে সেই ধৰ্ম্মাশ্রয় করিয়া ছিল কিন্তু ক্রমেতে তাহারদিগের সেই ধর্মবিযয়ে কোন অনুষ্ঠান ছিল না, উক্ত উপদ্বীপে বিবাহ করণার্থে স্ত্রী লোক ক্রয় করিতে হয় কিন্তু পশ্চাৎ সেই স্ত্রীকে বিক্রয় করিতে পারে। ৪৬৮ ৷৷ সুরাষ্ট্র। গুজরাট প্রদেশে তপতী নদীর দক্ষিণ দিগে এবণ উক্ত নদী যে স্থানে সমুদ্ধে মিলিত হইয়াছে তথা হইতে ২০ ক্রোশ অন্তরে সূরাষ্ট্র নামে এক বৃহৎ নগর আছে, এই নগর যদ্যপি হিন্দুস্থান মধ্যে বৃহৎ রূপে গণ্য নহে তথাপি অন্যান্য স্থানের নগরাপেক্ষা বৃহৎ ও প্রাচীন কিন্তু পূৰ্ব্বকালে এই নগরে যে রূপ বাণিজ্য হইত এইক্ষণে তাহার অল্পত হওয়াতে নগরের ও হ্রাসত হইয়াছে, ই০১লণ্ড হইতে কেপ অাফ গুডহোপ নামক স্থানদিয়া ভারতবর্ষে আগমনের পথ প্রকাশ হওয়াতে ইউরে পীয় লোকের জাহাজ দ্বারা সৰ্ব্বদ এই সুরাষ্ট্রে আগমন পূৰ্ব্বক এ স্থান হইতে হীরক মুক্ত মৃগনাভি সুগন্ধি দ্রব্য স্বর্ণ পট্টবস্ত্র মসলা কাষ্ঠ নীল ও যবক্ষার ইত্যাদি স্থানান্তরে প্রেরণ করিত এবণ২ পৰ্ব্বকালে স্থানান্তর হইতে যথেষ্ট কাপাস এই নগরে প্রেরিত হইয়। পশ্চাৎ এখান হইতে নানা দেশে প্রেরিত হইত, এইক্ষণে তাহা না হইয় প্রথমতঃ বোম্বাই দেশে আনীত হয় পুনৰ্ব্বার সে স্থান হইতে অন্যান্য দেশে প্রেরিত হইয়া থাকে, সুরাষ্ট্র নগর হইতে অনেক জবন তীর্থযাত্রির জাহাজ আরোহণ পূৰ্ব্বক আরব দেশে গমন করে যেহেতু হিন্দুস্থানের জবনের উক্ত নগরকে