পাতা:সন্দেশাবলি.djvu/৩৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 588 ) মকু তীর্থের এক দ্বার বলিয়া মান্য করে, ই^ ১৬১২ বাণ১০১৯ শালে কাপ্তেন বেষ্ট শাহেব ই^লণ্ডাধিপতির অনুমতি প্রাপ্ত হইয়া এই নগরে এক বাণিজ্যাগার করিলেন, এব০২ ই০২ ১৬১৭ বা ১০২৪ শালের প্রাক্কালে ওলন্দাজ ও ফুন্সের এ নগরে আগমন করিয়াছিল, ই^ ১৬৬৪ বাণ২ ১০ ৭ ১ শালে শিবজী অধীন মহারাষ্ট্রীয় সৈন্যের আগমন পূর্বক সূরাষ্ট্র নগর আক্রমণ করাতে এ স্থানের লোকেরা ইহার নিকটবৰ্ত্তি দেশে পলায়ন করিল, এব°২ তৎকালে যে ব্যক্তি এই নগরের অধ্যক্ষ ছিলেন তিনি এ স্থানের দুগের মধ্যে প্রবেশ করিয়া তাহার দ্বার বদ্ধ করিলেন, তখন ই০১লণ্ডীয়দিগের সর জান অক্লিডন সাহেব উক্ত বাণিজ্যাগারের বিষয় রক্ষাথে জাহাজীয় নাবিকগণ নিকটে সহায়তা প্রার্থনা করাতে তাহার অতিশয় পরাক্রম প্রকাশ করত যুদ্ধ করিয়া তাবৎ বিষয় এবং সুরাষ্ট্র নগর শত্র হইতে রক্ষা করিল, ই ১৬৭০ বা ১০৭৭ শালে পুনৰ্ব্বার উক্ত মহা রাষ্ট্ৰীয়েরা এ নগরে আগমন পূর্বক লুট করিয়াছিল, ই২ ১৭০১ বাণ ১১০৮ শালে ফুন্সিদিগের বাণিজ্যে অনেক ধনাপচয় হওয়াতে ইহার এই নগরস্থ লোকের নিকটে ঋণী হইয়া এই স্থান হইতে পলায়ন পূৰ্ব্বক সেইন্ট মালুস নামক স্থানে উপস্থিত হইল এবং পুনৰ্ব্বার বাণিজ্য করণাথে ভারতবর্ষে আগমন পূৰ্বক এই সুরাষ্ট্রের মহাজন কর্তৃক পৰ্দকৃত ঋণের পরিশোধার্থে বন্ধী হইয়াছিল, ই২ ১৭০৭ বাণ ১১ ১৪ শালে ও তাহার পর ঐ মহারাষ্ট্ৰীয়েরা এই স্থানে আগমন পবৃক পুনৰ্বার লুট করিয়া পরে পরাভব হইল তাহাতে এ স্থানে আর আধিক অত্যাচার হইতে পারিল না, অপর সূরাষ্ট্র নগরের নবাবদিগের পূৰ্ব পুরুষ মৈনদি নামে এক ব্যক্তি নানা দেশ পর্যটন করত