( A8 s ) সূরাষ্ট্র নগর বোম্বাই হইতে ১৭৭ ক্রোশ, পুণ্য নগর হইতে ২৪৩ ক্রোশ, উজ্জয়িনী হইতে ৩০১ ক্রোশ, দিল্লী হইতে ৭৫৬ ক্রোশ, এব^ কলিকাতা হইতে নাগপুর দিয়া ১২৩৮ ক্রোশ অন্তর । ৪ ৬১ ৷৷ সেরঞ্জ ll মালোয় প্রদেশে মহারাষ্ট্ৰীয়েরদিগের রাজ্য মধ্যে চাতরপুর হইতে ১৩০ ক্রোশ দক্ষিণ পশ্চিম দিগে সেরঞ্জ নামে এক বৃহৎ নগর আছে, পূৰ্বকালে ইহার যে উন্নতি ছিল ইদানী^ তাহার অল্পতা হইয়াছে, এ স্থানে যে এক হউ আছে তাহার চতুর্দিা প্রাচীর ও স্তম্ভ দ্বারা বেষ্টিত এব^ এই নগরে এক সরাই আছে, উক্ত নগরের দক্ষিণ দিগে যে দেশ তাহাতে বহুকাল পর্যন্ত কোন বদ্ধ নাই ও তাহার সকল গ্রাম মহারাষ্ট্রীয় দিগের দৌরাত্ম্য হেতুক দুরবস্থা প্রাপ্ত হইয়াছে, সেরঞ্জ নগরের পাশ্ববৰ্বি দেশ ই- ১৮০৪ বা ১২ ১১ শালে হুলকর কর্তৃক আমির ফঁাকে প্রদত্ত হয় তখন তাহাতে পঞ্চ লক্ষ টাক বৎসর ২ উৎপন্ন হইত, ই^ ১৮০১ বা ১২ ১৬ শালে ইণ২লণ্ডীয়দিগের সৈন্যেরা তথা হইতে ঐ আমির ফঁাকে দূরীকরণ করিয়া সেরঞ্জ নগর অধিকার করিল, এই নগর উজ্জয়িনী হইতে উত্তর পূর্ব দিগে ১৬৫ ক্রোশ, আগরা হইতে ২৫৮ ক্রোশ, বারাণসী হইতে ৩৮১ ক্রোশ, বোম্বাই হইতে ৫১৫ ক্রোশ, কলিকাতা হইতে বারাণসী দিয়া ৮৪৯ ক্রোশ, এব০১ নাগপুর হইতে ২১৫ ক্রোশ टप्रबुद्र । 8 १० ॥ श्झन्ञातार ll महि१ मत्स्ट इग्नमद्रादान मात्म अरु বৃহৎ দেশ আছে এই দেশকে সচরাচার নিজামের রাজ্য কহ। যায়, ইহার উত্তর দিগে গোদাবরী দক্ষিণ দিগে কৃষ্ণা নদী পূৰ্ব্ব দিগে গণ্ডওয়ান দেশ পশ্চিম দিগে বিদর ও আওরঙ্গাবাদ, ঐ
পাতা:সন্দেশাবলি.djvu/৩৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।