পাতা:সন্দেশাবলি.djvu/৩৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( og 4 ) দেশ দীঘে ১৮০ ক্রোশ পুন্থে সৰ্ব্বশুদ্ধা ১০০ ক্রোশ হইবেক, ইহার সমূথে যথেষ্ট পৰ্ব্বত আছে, এবং সে স্থান অতিশয় উচ্চ ও তথা অত্যন্ত শীত হইয় থাকে, হয়দরাবাদের সমুদয় ভূমি অতিশয় উৰ্ব্বর এবং সৰ্ব্বত্র জল অত্যন্ত সুলভ কিন্তু অধিপতি দিগের শাসনাভাবে কথন তাহার উন্নতি হয় নাই, ই০২ ১৮০১ বাণ২ ১২ ১৬ শালের প্রাককালে ই০১লণ্ড হইতে নিজামের এই বৃহৎ রাজ্যে বৎসর ২ দুই লক্ষ টাকার বাণিজ্য দ্রব্য পুেরিত হইত, উক্ত দেশের প্রধান নগরের নাম হয়দরাবাদ গুলকন্দ ৰরিঙ্গল মেডক এবং নীলথও এই দেশের ভূমি উর্দুরা হইয়াও তাহাতে কৃষি কৰ্ম্ম অল্প হইয় থাকে, এবং বসতির শৃঙ্খলত নাই, এই স্থানে জবন জাতীয়দিগের স~থ্যা বৃদ্ধি হইয়া দশা-২শের একাণ২শ হিন্দু ও নয় অণ২শ জবন গণিত হইয়াছে, উক্ত দেশ জবন কর্তৃক প্রথমতঃ অধিকৃত হয়, পরে ইহার কিয়দংশ দক্ষিণ দেশীয় ভামিনিদিগের রাজ্য ভুক্ত হইয়াছিল, অনন্তর এই রাজ্যের ধূ"স হইলে গুলকন্দা নগরে কুলি কেতিব শাহের অধিকার হয়, এই বাদশাহ ই০২ ১৫ ১২ বাণ ১১১ শালাবধি রাজত্ব করিয়া ই০২ ১৫ ৫ ১ বাণ২ ১৫৮ শালে গুপ্ত। স্বাতে হত হইলেন, পরে জমসেদ কোতব শাহ সাত বৎসর রাজ্য করেন, পশ্চাৎ এব্রেহেম কোতব শাহ সি-২হাসনাভিষিক্ত হইয়। ই০২ ১৫৮১ বা ১৮৮ শালে পরলোক গমন করিলেন, তৎকালীন কোরলি কোতব শাহ রাজ্য প্রাপ্ত হইয়া ই০১ ১৫৮৬ বto ১১৩ শালে কাল প্রাপ্ত হইলেন, এই বাদশাহ হয়দরা বাদ নগর নিৰ্ম্মাণ করিয়াছিলেন, তাহার কোন সন্তানাদি না থাকাতে তাহার ভুতি আহম্মদ শাহ রাজ্যাভিষিক্ত হইলেন, এই ব্যক্তির রাজত্বের পরে তাহার উত্তরাধিকারি আবদুল্লা