( १ ¢ ) সন্ধিদ্বারা গঙ্গা ও যমুন তীরস্থ স্থানের ও জয়নগরের ও যোধ পুরের ও গোহদেররাণার তাবৎ স্থান ইংলণ্ডীয়দিগকে অপর্ণ করিল, এব০২ ই০২লণ্ডীয়েরাও সিন্ধিয়া রাজ্যের কোন ২ ব্যক্তির ভরণ পোষণার্থে পুতি বৎসর ১৭০০০০ টাকা দিতে স্বীকৃত হই য়াছিল। ই^ ১৮০৪ বা ১২ ১১ শালে করনেল মাল কম কর্তৃক দ্বিতীয়বার সন্ধিতে সিন্ধিয় রাজ্য রক্ষার্থে ই^লণ্ডীয় ৬০ ০০ সহস্র পদাতিক সৈন্য ঐ রাজ্যসমূথের এক স্থানে থাকিয় দৌলত রাও সিন্ধিয়ার রাজ্যোপস্বত্ব ভোগ করিবে আর ঐ সিন্ধিয়ারা ভিন্ন রাজ্যে কোন দৌরাত্ম্য না করে এমত স্থির হইয়াছিল ও এই অবধি ক্রমাগত ইহারদিগের রাজত্ব হইয়াছে। ৩৭ ৷৷ উড়িসJi ll দক্ষিণ দেশে উড়িস্য নামে এক বৃহৎ দেশ আছে, ইহার উত্তর দিগে বঙ্গ দেশ, দক্ষিণ দিগে গোদাবরী নদী, পূৰ্বদিগে বঙ্গদেশীয় সমুদ্রের মোহন, এবং পশ্চিম দিগে গণ্ডও য়ান দেশ, এই উড়িস্য উত্তরপূৰ্ব বিধিদীর্ঘ ৫৩০ক্রোশ ও পুস্থ ১০ ক্রোশ, ইহার অভ্যন্তর স্থানে নানা বন ও ক্ষুদ্র ২ পৰ্বত আছে, তথা লোকালয় নাই আর জল অতিগভীর তৎপুযুক্ত গমন গমনের কোন পথ নাই এবং সে জল ও বায়, অতিশয় পীড়া দায়ক হয়। ই ১৭৫৪, বা ১১৬১, শালে ফুন্সিদিগের হিন্দু স্থানান্তর্গত উত্তর সরকার নামক স্থানাধিকার কালে মহারাষ্ট্রীয় এক দল সৈন্য এই পৰ্বত সমীপে আগমন করিলে পৰ্বতীয় পড়া কর বায়, দ্বারা অৰ্দ্ধেকের অধিক সৈন্য নষ্ট হওয়াতে অবশিষ্ট সৈন্যেরা এ পথ পরিত্যাগ করিয়া অনেক ভূমণ পূৰ্ব কগোদাবরী নদীর দক্ষিণ দিগ দিয়া গমন করিয়াছিল। এ দেশের প্রধান নদী ग्रू
পাতা:সন্দেশাবলি.djvu/৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।