( 58 b ) ১২৩ ক্রোশ, নাগপুর হইতে ৩২ ১ ক্রোশ, পূণ্য হইতে ৩৮৭ ক্রোশ, এব০২ শ্রীরঙ্গপত্তন হইতে ৪০৬ ক্রোশ অন্তর । ৪ ৭ ১ । হরদ্বার ll দিল্লি পুদেশে গঙ্গার পশ্চিম তীরে হরদ্বার নামে এক তীর্থ ও এক নগর অাছে, ইহার উত্তর দিগের পলুত হইতে গঙ্গা নির্গত হইতেছেন, ঐ হরদ্ধারের নাম গঙ্গাদ্বার এবণ২ ফন্দপুরাণাদিতে ইহাকে হরিদ্বার বলিয়া ও লিথিয়াছেন, এ স্থানের গঙ্গা দিয়া উত্তর ও পশ্চিম দিগস্থ দেশের উৎপন্ন দুব্য দোয়াবের প্রধান নগরে ও দিল্লিতে ও লক্ষ্মেী নগরে প্রেরিত হয়, এবণ হরদ্ধারে বিক্রয়ার্থে নানা দেশ হইতে পুকৃত ও জারজ ঘোটক উটু তামুকুট অঞ্জন হিঙ্গু ও নানাবিধ ফল শালবন্ত্র উঞ্চিক দর্পণ ও নানা প্রকার ধাতুদ্রব্য আনীত হয়, এৰণ তীর্থ দর্শনার্থে ও বাণিজ্য করণার্থে এই দেশে অন্যান্য দেশ হইতে অনেক লোকের সমাগম হইয়1 থাকে, এই তীর্থবাসি কোন ২ যোগিদিগের মৃত্যু হইলে তাহার সমভিব্যাহারি অন্যান্য যোগি গণ তাহার সেই মৃতদেহ দগ্ধ না করিয়া মৃত্তিক মধ্যে সংস্থাপন করে, হরদ্বারের গঙ্গাতে যে তিন খাড়ি আছে তাহার পুধান খাড়ির নাম চণ্ডানিঘাট সে পশ্চিম দিগে গমন করিয়াছে, হর দ্বারের নিকটস্থ পৰ্বতের বৃক্ষাদি ক্ষুদ্র ২ ও তথা ফলকদাদি অত্যন্ত্র জন্মে, এই স্থানের নিমুভাগে নেপালীয় গুড়খালিরাজার থানা অাছে, এবণ এই পৰ্ব্বত হইতে তিন বৎসর অবধি ৩০ বৎসর বয়স্ক মনুষ্য বিক্রয়ার্থে আনীত হয়, হরদ্বার নগর কলি কাতা হইতে মোরসিদাবাদ দিয়া ১০৮০ ক্রোশ, বীরভূমি দিয়া ১০ ৫ ক্রোশ এব০২ দিল্লি হইতে ১ ১৭ ক্রোশ অন্তর। ৪৭২ ৷৷ হরপোনলি । তুম্বদু নদীর উত্তর দিগে হরপোনলি নামে এক দেশ আছে, ইহার অন্তর্গত তাবৎ গ্রামে উত্তম বসতি
পাতা:সন্দেশাবলি.djvu/৩৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।