পাতা:সন্দেশাবলি.djvu/৩৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( && a ) ও ইহার নিকটবর্বি দেশে যে প্রকার পর্ত আছে এ দেশে তদ্রুপ নাই, ই২ ১৭৭৪ বা^ ১১৮১ শালের প্রাককাল পর্যন্ত এ স্থানের রাজা স্বাধীনত্ব রূপে রাজ্য করিয়াছিলেন কিন্তু এই শালে হয়দর শাহ কর্তৃক এই দেশ অধিকৃত হইয় কর নিশ্চিত হইল, তৎপরে টীপু শাহ এই রাজাকে তথা হইতে শ্রীরঙ্গ পত্তনে প্রেরণ করিলেন, তথাকার রাজ্য ধূ"স হওয়াতে এই হরপোনলি দেশ ই০১লণ্ডীয়দিগের অধীন হয়, তখন উক্ত রাজার উত্তরাধিকারী আপন ভরণ পোষণাথে এই দেশ পুাপ্ত হইলেন, পরে নিজাম কর্তৃক ই-২ ১৮০০ বা ১২০৭ শালে পুনৰ্ব্বার এ দেশ ইsলওঁীয়দিগকে অপিত হওয়াতে মান্দরাজ দেশ ভূক্ত হইয়াছে । ৪ ৭৩ ৷৷ হরিহর ll বালাঘাট মধ্যে চিতলদুর্গ হইতে ৪৮ক্রোশ উত্তর পশ্চিম দিগে তুম্বদু নদীর পূৰ্ব্ব তীরে হরিহর নামে এক নগর অাছে, ইহার দুর্গ মধ্যে একশত গৃহস্থ ব্ৰাহ্মণ ও এক দেব। লয় নগরের অন্তঃপাতি স্থানে অপর জাতীয় প্রায় এক শত গৃহস্থের অধিক আছে, উক্ত নগর হইতে কাপাস ও সূত্র দেশ ন্তরে প্রেরিত হয়, এ স্থানের রামরাজার মৃত্যুর পরে এব০২ বিজয় নগরের ধূ"স হইলে বিজয়পুরের আদেলশাহি ব^শোভ বদিগের এই নগরে রাজ্য হইয়াছিল, পরে দক্ষিণ দেশ মোগল জাতি কর্তৃক জিত হইলে নবাব দলিল র্য এই স্থানে রাজ্য করেন, তৎপরে তৈমুরের ব^শীয় এক ব্যক্তির নিকট হইতে ইকরি নামক স্থানের রাজা অধিকার করিলেন, পশ্চাৎ মহারাষ্ট্রী য়ের এই রাজাকে রাজ্যচ্যুত করিয়া পঞ্চদশ বৎসর পর্যন্ত রাজ্য করত শেষে হয়দরকর্তৃক বহিস্থত হইল, তৎপরে ই-২ ১৭১২ বা^ ১১১৯ শালে মহারাষ্ট্ৰীয় পরশুরাম ভৌ নামক এক ব্যক্তির অধিকার হইয়াছিল। ৪৭৪ ৷৷