( రి( ) ) হিজলি ॥বঙ্গদেশে কলিকাতার দক্ষিণ পশ্চিমদিগে ৫৫ ক্রোশান্তরে অথচ গঙ্গার পশ্চিম তীরে হিজলি নামে এক নগর আছে, মোগল জাতির রাজ্য কালে এই নগরে তাহারদিগের সৈন্যাগার ছিল ও ইহার বিস্তার ১০৯৮ ক্রোশ পরিমাণ হইয়া । ছিল, শাহ জাহান বাদশাহের রাজাকালে এই নগর উড়িস্য দেশ হইতে পৃথক হইয়া বঙ্গদেশ ভূক্ত হয়, উক্ত নগরের উৰ্ব্বর ভূমিতে যথেষ্ট শস্য জন্মে, তদ্ভিন্ন উত্তম লবণ ও প্রস্তুত হইয় থাকে, হিজলির যে অণ২শ উত্তম রূপে বদ্ধ আছে তাহাতে বন্য জল উত্থিত হইতে পারে না, তদ্ভিন্ন অনেক স্থান জোয়ার জলে পুৰিত হয় এই নিমিত্তে সেই স্থানের ভূমিতে লবণ জন্মে, ই• ১৬৮৭ বাণ ১০১৪ শালে ই০২লণ্ডীয় লোকের আওরঙ্গ জেব বাদশাহকে যুদ্ধে জয় করিয়া এই নগর অধিকার করিয়া ছিলেন, এবং ইহার ঐ বাদশাহের যুদ্ধ করণীয় বাইশ জাহ জের ও অধিক নষ্ট করেন তৎপরে বঙ্গদেশীয় নবাবকেও পরাভব করিয়াছিলেন । ৪ ৭৫ ৷৷ হিন্দুস্থান ll জবন জাতীয়ের দিল্লি রাজ্যাধীন তাবৎ দেশকে হিন্দুস্থান বলিয়া ব্যক্ত করে, তিবৃক দেশীয়ের এই হিন্দু স্থানকে জাম্বু নামে খ্যাত করিয়াছে, ই^ ১৫৮২ বা ১৮১ শালে আকবর বাদশাহ কর্তৃক উক্ত স্থান লাহোর মুলতান আজমিয়ার দিল্লি আগরা অালাহাবাদ বাহার অযোধ্য বঙ্গদেশ মালোয় ও গুজরাট এই একাদশ খণ্ডে বিভক্ত হইয়াছিল, তথ পরে কাবুল দেশ ও সিন্ধু নদের নিকটস্থ অনেকানেক স্থান যুক্ত হওয়াতে দ্বাদশ খণ্ড গণিত হয়, এব° উক্ত বাদশাহ দক্ষিণ দেশ জয় করিলে বেরার থান্দেশ ও আহম্মদ নগর অর্থাৎ আওরঙ্গ বাদ এই তিন দেশ হিন্দুস্থান ভুক্ত হইয়াছে ও তাহার উত্তর
পাতা:সন্দেশাবলি.djvu/৩৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।