পাতা:সন্দেশাবলি.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( III ) চতুর্থ খণ্ড সে ভারতবর্ষের দক্ষিণ দিগ ব্যাপিয়া আছে, এই খণ্ডের আকার ত্রিকোণ তাহার উত্তর দিগে কৃষ্ণানদী ও করমেণ্ডল নামক স্থান, এই খণ্ড মধ্যে বিজয়পুরের কিয়দ^শ এব০২ উত্তর ও দক্ষিণ বালাঘাট ও মধ্যমকর্ণাট মহিলুর মালাবার বারমহল কৈম্বিটুর ডিগুিগল শালেম কৃষ্ণাগিরি কোচিন ত্রেবেঙ্কর ইত্যাদি স্থান আছে, এই তাবৎ স্থানে জবনদিগের অচিরকাল আগমন হইয়াছিল তন্নিমিত্তে তাহার অন্তঃপাতি কোন ২ স্থানে উক্ত জাতীয়েরা আপনারদিগের রাজত্বের শেষাবস্থা পর্যন্ত অধিকার করিতে পারে নাই, হিন্দুস্থানের প্রধান নদ শোণ ব্ৰহ্মপুত্র ও সিজু এবণ তথা গঙ্গা শতদ্র, কৃষ্ণ গোদাবরী যমুনা নর্মদা কাবেরী গগর। তপতী মহানদী মেঘনা চম্বল বেয়া গণ্ডকী ও ইরাবতী প্রভূতি অনেক নদী অাছে, নান কারণে বোধ হয় যে পূৰ্ব্বকালে হিন্দু স্থানে হিন্দু জাতীয় অনেক বাণিজ্য ব্যৱসায়ী ছিল, এব^ গ্রীক ও রোমেন মনুষ্যেরা হিন্দুস্থান হইতে মসলা গাছড়া বহুমূল্য । প্রস্তর মুক্ত ও রেশম স্ব ২ দেশে লইয়া যাইত, হিন্দুস্থানের অনেকানেক লোক মৃত্তিকাতে আপনারদিগের ধন গোপন করিয়া আসন্ননৃত্যু সময়ে ও সেই গুপ্ত ধন কাহাকেও প্রকাশ করে ন সুতরা-১ উক্ত প্রকারে তাহারদিগের অনেক ধনপচয় হয়, খ্ৰীষ্ট জন্মের প্রায় ৩২৭ বৎসর পূৰ্ব্বে গ্রীক জাতীয়ের ভারতবর্ষে আগমন করে তৎকালীন এই স্থানে যে কোন ভাষা প্রচলিত ছিল তাঁহা কিছুই ব্যক্ত নাই এব°২ এমন কোন গ্রন্থ ও নাই যে তাহাতে বিশেষ বোধ হইতে পারে; কিন্তু কারণানুসন্ধানে বোধ হয় যে তথা সারস্বত কান্যকুম্ভ গৌড় ত্রিহুত এবং উড়িষ্য দেশীয় ভাষা ইত্যাদি পঞ্চগৌড় নামক ভাষা তভিন্ন দ্রাবিড় কিম্বা তামুল মহারাষ্ট্রীয় কর্ণাটীয় তৈলঙ্গীয় ও গুরজরা প্রভৃতি পঞ্চদ্রাবিড় সমাজক ভাষা পুচলিত ছিল, জবনদিগের কোরাণ অর্থাৎ ধর্ম प्ले x >