পাতা:সন্দেশাবলি.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( වර්‍ග ලූ ) পুস্তকে লিথিত আছে যে উপদেশ ছলে কিম্ব অস্ত্রাদি দ্বারা শাসন করিয়াও অন্যান্য ধৰ্ম্মাক্রান্ত লোকদিগকে স্বধৰ্ম্মাবলম্বন করা ইরেক, এই নিমিত্তে জবনের হিন্দুস্থানের কোন ২ হিন্দুদিগকে আপনারদিগের ধৰ্ম্মাক্রান্ত করাইতে চেষ্টা করিলে তাহার অস্বীকার করাতে ক্রোধিত হইয়া অনেকের মস্তক চ্ছেদন করিয়া ছিল, হিন্দুস্থানের অন্যান্য বৃত্তান্ত ও রাজাদি কথন তাহার অন্তঃ পাতি দেশ বিবরণে ব্যক্ত অাছে । ৪ ৭৬ ৷৷ হিমালয় ৷ হিন্দুস্থানের উত্তর দিগে হিমালয় নামে এক বৃহৎ পৰ্ব্বত শ্রেণী আছে, এই পৰ্ব্বত উক্ত স্থানের উত্তর সীমা এমত নিৰ্দ্ধারিত হয়, এব০২ তদুর তিবৃত দেশ হিন্দুস্থান হইতে পৃথক হইয়াছে, এই হিমালয় শ্রেণী উত্তর দিগে কাশ্মীর দেশীয় পৰ্ব্বতের সহিত মিলিত অাছে এব^ দক্ষিণ পূৰ্ব্ব দিগে ভূতান দেশ পর্যন্ত ব্যাপ্ত হইয়। উক্ত দেশকে তিবৃত দেশ হইতে পৃথক করত আরো পূৰ্ব্ব দিগে অাশাম দেশের উত্তরে পরিশেষ হইয়াছে, এই হিমালয়ের উচ্চতার পরিমাণ অদ্যাবধি নিশ্চয় হয় নাই কোন সময় বিশেষ বিবেচনা করিয়া রোহেলথগু হইতে তাহার উচ্চতা ১৪০ ০০ হস্ত স্থির হইয়াছে, এই পৰ্ব্বত শ্রেণির দক্ষিণ দিগ একেবারে নিযু হইয়াছে এব-> অযোধ্য বঙ্গ ও দিল্লির সীমাতে উক্ত পৰ্ব্বত শ্রেণীর উচ্চতার নিয়ম নাই কিন্তু তথা হইতে দক্ষিণ পূৰ্ব্ব দিগে সমুদ্র পর্যন্ত সমান ভূমি, এই পৰ্ব্বতের পশ্চিম ভাগে নানা নদীর উৎপত্তি হইয়াসিন্ধুনদের সহিত মিলন হইয়াছে, যে সকল বিজ্ঞ লোকের তীর্থ দর্শনার্থে কিম্বা কোন কৰ্ম্মানুরোধে হিমালয়ে গমন করি য়াছেন তাহারা ব্যক্ত করেন যে হিমালয়ের উত্তর দিগের মানসরোবরের পূবৃ ভাগে শতদ্র, ভিন্ন আর কোন নদী নাই, এই নদী তথা হইতে দক্ষিণ পশ্চিম দিগে যামত্রী নামক স্থান