{ ৩৫ ৫ ) দিয়া গমন করিয়াছে, এই মিহালয় পৰ্বত নানা দেশে ব্যাপ্ত থাকাতে নানা নাম পুপ্তি হইয়াছে, তন্মধ্যে হিমালয় অতি পুসিদ্ধ নাম এই নাম সচরাচর ব্যক্ত আছে। ৪৬৮ ৷৷ y হুগলি ৷ বঙ্গদেশে গঙ্গার পশ্চিম তীরে কলিকাতার ২৬ ক্রোশ উত্তরে হুগলি নামে এক প্রাচীন নগর আছে, মোগল দিগের রাজ্যকালে এই নগর অতি গণ্য ছিল এৰণ তথা ফুন্সি ওলন্দাজ ও পেতুগীস এব^ ডেন এই কএক জাতীয়দিগের এক ২ বাণিজ্যাগার ছিল, ইহার মোগলাধ্যক্ষ কর্তৃক এক ২ নগরে বাস করিতে অনুমতি পুপ্তি হইয়াছিল কিন্তু এই মোগ লের সর্বুদ উক্ত ব্যবসায়িদিগের নিকট হইতে বলাৎকার করত ধনাপহরণ করাতে বাণিজ্যের হ্রাস হইতে লাগিল, ইদানী৭১ এই হুগলি নগর তাদৃক পুসিদ্ধ নাই কিন্তু তথা অনেক বসতি অাছে, ই০২ ১৬৩২ বাণ ১০৩১ শালে ই০২লংষ্ট্রীয়লোকের সহিত মোগলদিগের অসূয়ার প্রথম সূত্র হইল তখন এই হুগলি নগর পোতু গাসদিগের অধীনে ছিল, উক্ত মোগলেরা এই নগরে এক দল সৈন্য পুেরণ করিলে ই^লণ্ডীয়দিগের সহিত সাড়ে তিন মাস পর্যন্ত ক্রমাগত যুদ্ধ হইতে লাগিল, তৎকালে পোতু গীসের মোগলদিগকে অনেক অনুনয় করিয়া সুনিয়ম ক্রমে কর পুদান করিতে স্বীকার করিল তথাচ মোগলের যুদ্ধে নিরস্ত ন হইয় তাহার অনেক লোককে নষ্ট করিল এব০২ কতিপয় লোকজাহাজ দ্বারা পলায়ন করত জলমগ্ন হইল, তদ্ভিন্ন উক্ত পোতুগীসদিগের মনুষ্য সহিত চৌষট্টিখান জাহাজ মোগলের দগ্ধ করিয়া ফেলিল তথাচ তাহারদিগের যে ৫৭ থান ক্ষুদ্র জাহাজ ও ২০০ খান সুলুপ উক্ত নগরের সম্মুখে ছিল সে সমুদ্বয়ের মধ্যে কেবল এক ক্ষুদ্র জাহাজ ও দুই সুলুপ মোগলদিগের হস্ত হইতে রক্ষা পাইয়াছিল, ইণ২ ১৬৮৬ বাণ ১০১৩ শালে এই
পাতা:সন্দেশাবলি.djvu/৩৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।