পাতা:সন্দেশাবলি.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Öd $ ) নগরের হট্টে তিন জন ই০২লণ্ডীয় সৈন্যের সহিত নবাবের ভূতাগণের বিরোধ হইয়। উক্ত তিন ব্যক্তি আঘাতী হইল তৎক্ষণাৎ বাণিজ্যাগারস্থ ই^লণ্ডীয় লোকের এই সম্বাদ প্রাপ্ত হইয় মোগলদিগের সহিত যুদ্ধে প্রবর্ত হইলেন, এই যুদ্ধে নবাৰ সৈন্যেরা পরাভব হইয়। অনেকে আঘাতী ও ৬০ জন হত হইল, তখন কাণ নিকলসনের অধীন সৈন্যের হুগলি নগরের ৫০০ পাঁচ শত গৃহ দাহ করিল, তৎপরে মোগলদিগের সহিত ই০১লণ্ডীয়দিগের সন্ধি হইয়াছিল কিন্তু উক্ত নগর ভক্ত্যাদি দ্বারা সুবদ্ধ নহে এই জন্যে ই~গুীয়দিগের তথাকার প্রধান ব্যক্তি সুতানুটীতে আসিয়া বাস করিলেন, বঙ্গদেশে ইহারদিগের এই প্রথম যুদ্ধ হইল। ৪৬১ ৷৷ হেরিউৰুil মহিলুর রাজ্য মধ্যে বেদবতী নদীর পূর্ব দিগে হেরিউরু নামে এক নগর অাছে, চিতলদুর্গ রাজার রাজত্ব সময়ে এই নগর মধ্যে দুই সহস্র গৃহ ও এক দুর্গ এবণ২ নগরের বহিদেশে অন্য দুই দুর্গ ছিল, হয়দরশাহের রাজ্যকালে মহ রাষ্ট্ৰীয়ের এই নগর অধিকার করিলে তথাকার লোকেরা দুর্ভিক্ষ্যাদিতে নানা কুেশ ভোগ করিঞ্চ অনেকে কালপ্রাপ্ত হইয়া ছিল পরে পরশুরাম ভৌ এ স্থান একবার লুট করেন, যখন ই০sলণ্ডীয়দিগের সৈন্যের শ্রীরঙ্গপত্তনের নিকট উপস্থিত হইয়। ছিল তখন এই নগরে অনুমান ষাইট ঘর গৃহস্থ ম.এ ছিল, ঐ সৈন্যগণের সমভিব্যাহারি অন্যান্য লোকের এই নগরে আগমন পূৰ্ব্বক উক্ত দুর্ভাগ্য গৃহস্থ দিগের বিষয়াদি লুট করিতে লাগিল ইতোমধ্যে উক্ত সৈন্যের সমাগত হইয়। তাহারদিগকে অভয় পুদান করিল, তখপরে হেরিউরু নগরের উন্নতি হইয় তাহাতে প্রায় তিন শত গৃহস্থের ও অধিক হইয়াছে । ৪৭০ ৷ সমাপ্তঃ