পাতা:সন্দেশাবলি.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ >~ ) উনাইt গুজরাট প্রদেশে গুইকুয়ার সমৃক্ত উনাই নামক এক ক্ষুদ্র গ্রাম আছে, সে সৌরাষ্ট্রহইতে ৫০ ক্রোশ দক্ষিণ পূৰ্ব দিগে, এই গ্রামে এরামান্দ্রের কৃত এক ৰূপ আছে তাহার জল উষ্ণও তাহার মাহাত্ম্যাধিক্যহেতুক তীর্থযাত্রিরা এ স্থানে আগমন করিয়া থাকে । ৪ ১ ॥ উনিয়ারা । আজমের রাজ্যে উনিয়ার নামক রাজ পুত জাতির এক নগর আছে, সে অতি বৃহৎ এবং তঙ্কতুঃপাশ্ব মৃন্ময় প্রাচীর ও স্থানে ২ পুস্তর প্রাচীরদ্বারা বেষ্টিত এব^ রাজ গৃহও পুস্তর প্রাচীর ও এক নালা দ্বার বেষ্টিত আছে, এই স্থানের রাজা জয়নগরের রাজার জ্ঞাতি ও তৎপরিবারহইতে ভরণ পোষণ হয়। ৪২ ৷৷ একদেলা । বঙ্গ দেশে ঢাকা জালালপুর সমুক্ত এক দেলা নামক নগর ও তাহার দুর্গ বঙ্গবিবরণে সচরাচর ব্যক্ত অাছে, কিন্তু এইক্ষণে এ নগরের কোন চিহ্নও নাই, ইহার চতুদিগস্থ গ্রাম নিমু ভূমিপুযুক্ত সমুদয় জলমগ্ন হয়, পূৰ্বকালে অর্থাৎ ই^ ১৩৫৩ বাণ ৭৬০ শালে বঙ্গদেশের দ্বিতীয় স্বাধীন বাদশাহ এলাইএসর্যার রাজ্য ফরোজশাহকর্তৃক অ৷ ক্রান্ত হইলে, তিনি এই নগরে আসিয়া বাস করিয়াছিলেন, কিন্তু ঐ ফরোজশাহ এই দুর্গও আক্রমণ করিলে এ স্থানের লোকের ক্রমাগত যুদ্ধ করিয়াছিল । পরে বর্ষাকাল রিম্ভে তাৰত স্থান জলমগ্ন হওয়াতে এই আক্রমণকারিব্যক্তিকে দিল্লীনগরের পুতি গমন করিতে হইল, এব০২ সোলতান সৈয্যদ হোসন নামক বঙ্গ দেশীয় বাদশাহ ই• ১৪১১ বাণ ১০৬ শাল অবধি ই• ১৫ ২০ বা^ ১২৭ শাল পর্যন্ত এ নগরে বাস করিয়াছিল । ৪৩৷৷