পাতা:সন্দেশাবলি.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( * > ) এটোয়। ll আগর পুদেশে আগর নগরের দক্ষিণ পূৰ্ব দিগে ৭০ ক্রোশান্তরে ও যমুনা নদীর নিকটস্থ পৰ্ব্বতোপরি এটোয় নামক এক নগর আছে, সে এক গভীর নিমু ভূমি দ্বার অন্যোন্য পৰ্বত শ্রেণিহইতে পৃথক হইয়াছে, এ স্থানের নদীর পরিসর অধিক তাহাতে বালুক ময় উপদ্বীপ আছে, বর্ষাকালে সে স্থান জলে মগ্ন হয় এব^ গ্রীষ্মকালে এই এটোয় স্থানের নদী তীর জল হইতে পুয়ি ৪০ হস্ত উচ্চ বোধ হয়। ৪৪ ৷ এলিচপুর li বেরার দেশে এলিচপুর নামক গণ্ডও য়ান রাজ্যের নিকট এক প্রধান রাজধানী নগর কিছুকাল হইল নাগপূরের রাজধানী হইয়াছে, ই ১২১৪ বাণ ৭০ ১ শালে আলাউদ্দীনের অধীন জবনকর্তৃক এ নগর পুথম অধিকৃত হইয় পরে নিজামের রাজা ভুক্ত হইয়াছিল। ৪৫ ৷ এলোর ৷ উত্তর সরকারে এলোর নামক এক স্থান আছে। কৃষ্ণ ও গোদাবরীরমধ্যবর্তি তাবৎ স্থানে এলোর ও কান্দাপিলি এই উভয় স্থান দ্বারা ব্যাপ্ত আছে, ইহার সমুদ্রদিগে মাস্তলিপাটম স^ত্রান্ত স্থান এব০২ পশ্চিম দিগে কমিম দেশ ও কোলারনামক ঝিল আছে, ঐ উভয় নদীরবন্যা দ্বারা এই বিলের সৃষ্টি হয়. তভিন্ন ইহার উত্তর দিগে পৰ্বতীয় স্থান আছে, এই এলোরের পরিমাণ অনুমান ২৭০০ ক্রোশ, ইহার পুধান নগর এলোর, কোলার কোটা ও গণ্ডগলি নগর। ৪৬ ৷৷ এলোর । আওরঙ্গাবাদ ও দৌলতাৰাদের সন্নিহিত এলোর নামক এক নগর তথা বেরুল নামে ব্যক্ত আছে, ইহার %. & ... ーふ : এক ক্রোশ পূৰ্বদিগে নানা মন্দিরে দেবমূৰ্ত্তি আছে, সে হিন্দু স্থানের তাবৎ মূৰ্ত্তি অপেক্ষায় সুগঠন, অপর এ স্থানের বিশেষ