পাতা:সন্দেশাবলি.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩০ ) বত্তান্ত আসিয়াটীক পুস্তকে বাহুল্য রূপ আছে, তথাকাৰ ব্ৰাহ্ম ণের কহে, যে ৭৯১৪ বৎসর হইল, এলিচপুরের রাজ ইলু কর্তৃক এতাবৎ নিৰ্ম্মিত হইয়াছে, এব০২ দেওঘর কিম্বা তাগর অর্থাৎ, আধুনিক দৌলতাবাদ, পূৰ্ব কালে হিন্দুরাজার অধীন ছিল, এই এলোর নগর ইহার নিকটবক্তিত্ব পুসুক্ত ই০২ ১২১৩ রাণ২ ৭০০ শালে জবনাধিকারের প্রাক কালে কোন হিন্দু রাজার অধীন ছিল । ৪৭ ৷ কশ্নর l দিল্লীর উত্তর দিগে করেনদী আরম্ভ হইয় বেটী নগরদিয়া আজমের দেশে গমনপন্দ্রক বাটনিয়ার স্থানের পশ্চিম দিগে বালুকাভূমিতে পরিশেষ হইয়াছে, এবং ব্যক্ত আছে, যে এই নদী পৰ্ব্বকালে ফরোজপুরের নিকট শতদ্ৰুনদীর সহিত যুক্ত ছিল, অপর ইকার জলবৃদ্ধিকালে বন্য হইয়। তীরস্থ ভূমির উপকার করে। ৪৮ । কঙ্কর ৷ গগুওয়ান রাজ্যে এক উচ্চ পৰ্বত ও মহা নদীর দক্ষিণ তীরস্থ স্তান এই উভয় স্থানের মধ্যে কঙ্করনমিক এক নগর নানা পৰ্বত ও বন দ্বার বেষ্টিত, সে গোদ জাতির বসতিস্থান, এবং পদোক্ত পৰু তে দুই অগ্নিয়ন্ত অর্থাৎ কামান আছে, এই নগর রত্বপূরহইতে ১০৫ ক্রোশ দক্ষিণ পশ্চিমবৰ্ত্তী, ও এই নগরে গমনে এক উচ্চ পৰ্বত দিয়া পথ আছে। ৪৯। কচ il চিন্দুস্থানের দক্ষিণ পশ্চিম সীমাবন্তী কচনামক এক দেশ, ইহার উত্তর দিগে বালুকাময় ভূমি, ও সিন্ধিয়ার প্রদেশ, দক্ষিণ দিগে কচদেশীয় এক মোহনা, পৰ্ব্বদিগে গুজরাট, পশ্চিম দিগে সিন্ধু নদীর শাখাদ্বারা টাটা দেশ পৃথক হইয়াছে . গুজরাটের পশ্চিম দিগে কচ নামক আর এক বৃহৎ রাজ্য আছে,