পাতা:সন্দেশাবলি.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ৩২ ) পূৰ্বদিকে বঙ্গ দেশ এবং পশ্চিম দিগে উড়িস্যার যে কএক ক্ষুদু গ্রাম, তন্মধ্যে গেয়ন্তি ও বামরির মধ্য স্থলে অনেক তন্ত্রবায় অাছে, তাহারা প্রায় তাবতে উষ্ণীষযোগ্য ও অন্য ব্যবহার্য্য বস্ত্র প্রস্তুত করে, এবং আরিকপূর অবধি কটক পর্যন্ত উৰ্ব্বর ভূমি কিন্তু স্থানে ২ বন ও পতিত ভূমি আছে, অপর এই রাজ্য দিয়া মহানদী ও বনিনদী ও তাহার শাখা গমন করিয়াছে, এব^ নানা ঝিল আছে তখপ্রযুক্ত জল কষ্ট নাই, অল্পকাল হইল মহারাষ্ট্ৰীয়েরদিগের অরাজকতাপ্রযুক্ত লোকের কষ্ট হইয়। ছিল। ই ১৮০৩ বা ১২ ১০ শালে নাগপুরের মহারাষ্ট্রীয় রাজা কটক রাজ্য ই০২লওঁীয়গণকে অপণ করেন, তৎকালে মার কুইস ওএলিসলি এতদেশীয় রাজকৰ্ম্মী ছিলেন, পরে ঐ রাজ্য দুই খণ্ডে বিভক্ত হইল অর্থাৎ উত্তর দিগে বালেশ্বর ও দক্ষিণ দিগে শুশুী জগন্নাথ ক্ষেত্র। এই সময়ে এই রাজ্যে ১২০০ ০০০ লোক ছিল, তন্মধ্যে অধিকাণ২শ হিন্দুজাতি, ও এই দেশে কদাচ পুকৃতৰপে জবনাধিকার হয় নাই। ৫ ১ । কড়া ll আলাহাবাদ অর্থাৎ পুরাগ পুদেশে গঙ্গার দক্ষিণ পশ্চিম দিগে ও গঙ্গাতীরে পুয়ি এক ক্রোশ দীর্ঘ কড়া নামক এক নগর তাছে, এই নগর অালাহাবা দহইতে ১৫ ক্রোশ উত্তর পশ্চিমবৰ্ত্তী, ইহাতে এক পুiচীন দুর্গ আছে, সে ক্রমে দুরবস্থাপুাপ্ত হইয়াছে, আর এক নূতন অপুস্থত দুর্গে পুস্তর নিৰ্ম্মিত এক দ্বার তাছে। ঐ নগরে অনেক দেবালয় ও অাছে তন্মধ্যে এক মন্দিরে বৃহৎ শিবমূৰ্ত্তি ও তাহার সমূথে এক বৃষ মূৰ্বি আছে, অপর অকবরশাহ বাদশাহ এই নগরের রাজ্য কৰ্ম্ম আলাহাবাদে স্থাপিত করিয়াছিলেন, তন্নিমিত্তে যে ইহার হাসি হইয়াছে এমত নহে, কিন্তু ব্যক্ত আছে যে অযোধ্যার