পাতা:সন্দেশাবলি.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( වන ) সুবেদার অর্থাৎ লক্ষ্মণেয়ের নবাৰ আলফউদৌল। এ নগরের নানা গৃহ ভঞ্জন পূর্বক তাহার পুস্তর লক্ষ্মণেীনগরে লইয়। আপন গৃহ নিৰ্মাণ করিলেন, সে পুয়ি এই নগরহইতে ১৩ ক্রোশ আন্তর হইবেক । ৫২ ৷ কতনে ৷ পিছু রাজ্যে হয়দরাবাদের পথ দিয়া গম লকপতবন্দরের রাজধানী কতদেননামক এক ক্ষুদ্র নগর আছে, তথা লোক বসতি অল্প এবং সেই নগরের ও লকপত বন্দরের মধ্যস্থলে এক ভূমি আছে তথা শুষু কালে উত্তম পথ হয়, কিন্তু বর্ষাকালে জলে মগ্ন হইয় গমনাগমন রুব্ধ হয়।৫৩। কতবদীll বঙ্গ দেশের চট্টগ্রামের নিকট কতৰদী নামক এক উপদ্বীপ আছে, ইহার দীর্ঘতা ১৩ ক্রোশ ও পুস্থত। প্রায় ৪ ক্রোশ পরিমাণ হইবেক, এই উপদ্বীপ এক ক্ষুদ্র ঝিল দ্বারা বঙ্গ দেশহইতে পৃথক আছে, ইহার সমুদ্র তীরে উত্তম শামূক জন্মে সে ঢাকা নগরে ও কলিকাতাতে বিক্রয়ার্থে প্রেরিত হয় । ৫৪ ৷ কতিরা ৷ দিল্লী রাজ্যে বরেলিহইতে ৪০ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্ব দিগে কতির নামক এক বৃহৎ নগর ইদানী-২ দুর বস্থাপুপ্তি হইয়াছে, ঐ স্থানে বসতির ন্যূনতা বোধ হয়।, ই০২ ১৭৭৪ বা ১১৮১ শালে নবাব শুজাউদৌল। এই স্থানে ই০২লণ্ডীয়েরদিগের সৈন্যের সহায়তা দ্বারা রোহেলারদিগকে ঘোরতর যুদ্ধে পরাস্ত করিয়া রোহেলথণ্ডের উত্তর লালডা°২ পর্যন্ত অধিকার করিয়াছিলেন, এব" এই যুদ্ধে হাফেজ রহমত নামক রোহিলার সৈন্যাধ্যক্ষের মৃত্যু হয়। ৫৫ ৷ 5