পাতা:সন্দেশাবলি.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ○8 ) কনি ৷ দিল্লী প্রদেশে সরহিদের সমৃক্ত কনিনামে এক নগর আছে, তাহার চতুদিগে প্রায় ১৮ হস্ত পরিমাণ উদ্ধ অপকৃ প্রাচীর, সে প্রায় ১০ হস্ত গভীর এক নালাদ্বারা বেষ্টিত অাছে, ই০২ ১৮০১ বাণ ১২ ১৬ শালে ইণ২লণ্ডীয়ের অবলী লাক্রমে তাহার তাবৎ জল তযু করিয়াছিল। ৫৬ ৷ কমলা ৷ এই নদী আফগানস্থানে আরম্ভ হইয়া গজনে নের পশ্চিম দিগে পৰ্ব্বতদিয়া, পরে প্রায় ১১০ ক্রোশ ফুরিয়া সিন্ধু নদীতে মিলিয়াছে ৫৭ ৷ কমলা ৷ দক্ষিণ কর্ণাটে মাঙ্গলৱহইতে ২৫ ক্রোশ দক্ষিণ পূৰ্ব্ব দিগে কমল নামে এক দুর্গ ও নগর এক উচ্চ লবনামূ মোহনার উপর স্থাপিত আছে, এব০২ এই নগর মধ্যে মপলে মিউকিউস ও মোগেয়ার ও থঙ্কানিস জাতির বসতি এব০২ ইহার মধ্য স্থানে ব্ৰাহ্মণ জাতি আছে। ৫৮। কমি ৷ বঙ্গ দেশে ত্রিপুরার রাজরানাকমিল্ল নামে এক নগর আছে এ নগর ঢাকাহ হতে ১০ ক্রোশ দক্ষিণ পূৰ্ব। কমুলা৷ আগর পুদেশে আলিগড়ের সমুক্ত কোন ভূস্বামীর অধীন কমুলানামে অপর এক দুর্গ আছে, এই দুর্গ অনেক কঠিন দুর্গাপেক্ষায় উত্তম, যেহেতুক এ স্থানে কোন শত্ৰ, আক্রমণ করিলে তাহারদিগের বহু পুণি হানি হইবার সম্ভাবনা, অপর উক্ত ভূস্বামীর কুব্যবহার পুযুক্ত ই-sলওঁীরেরদিগের বহু সৈন্য এ স্থানে বেষ্টিত হইয়া ই-২ ১৮০৭ বা ১২১৪ শালে ইহার এক পাশ্ব ভয় করিয়া পরে ঘোরতর যুদ্ধ হও স্থাতে ঐ দুর্গস্থ অনেক লোক হত হইল, আর অনেকে পলায়ন করিল । ৪১ ৷৷